প্রতিনিধি মোহনপুর:- এয়ারপোর্ট থানার অন্তর্গত পশ্চিম নারায়ণপুরে নেশা বিরোধী অভিযান চালিয়ে সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। শনিবারের এই অভিযানে উদ্ধার করা হয়েছে অবৈধ গাঁজা, ফেনসিডিল এবং এসকফ। মামলা গ্রহণ করা হয়েছে বাড়ির মালিক তথা নেশা কারবারি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে।
দীর্ঘদিন যাবত পশ্চিম নারায়ণপুর এলাকায় নেশা বাণিজ্যের সাথে যুক্ত থাকার কারণে ফুলেঁপে উঠেছে অর্জুন বিশ্বাস। শনিবার গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালায় তার বাড়িতে। এসডিপিও সুব্রত বর্মন, ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে চলো এই অভিযান। অভিযানে মোট ১৮ কিলো অবৈধ গাঁজা, এসকফ এবং ফেনসিডিল ৩৯০ বোতল উদ্ধার করা হয়েছে। যদিও অর্জুন বিশ্বাস পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তবে তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপি সুব্রত বর্মন।
অপরাধ
প্রতিনিধি,বিশালগড়, ২৯ নভেম্বর।। চব্বিশ ঘন্টার মধ্যে হরিয়ানার রামধাই খুন কান্ডে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। মৃত ব্যাক্তির সঙ্গে থাকা মোবাইল ফোনটি হত্যা মামলার তদন্তের মূল টার্নিং পয়েন্ট। মোবাইলের কল লিস্ট দিয়ে শুরু হয় প্রাথমিক তদন্ত। আর এতেই মিলেছে সাফল্য। মৃতদেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশের জালে দুই অপরাধী। বৃহস্পতিবার বিশালগড় থানাধীন গোলাঘাটি বিধানসভার কলকলিয়া স্থিত বনদপ্তর এর পরিত্যক্ত বিট অফিসের জঙ্গলে মৃতদেহ উদ্ধার হয় । কণ্ঠনালী কেটে খুন করে মৃতদেহ এসিড দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছে । পুলিশ গিয়ে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করে বিশালগড় হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয় ।
খবর দেওয়া হয় ডগ স্কোয়ারেটের কর্মীদের। মৃত ব্যক্তির পকেট থেকে একটি ট্রেনের টিকিট এবং একটি মোবাইল পাওয়া গিয়েছে । একটি মোবাইল নম্বর ছিল কাগজে লেখা । সে মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ প্রাথমিকভাবে জানতে পারে মৃত যুবকটির বাড়ি হরিয়ানায়। তার নাম রামধাই। ২০১৩ সালে টাকারজলা থানাধীন জনৈক গীতা রানী দেব্বরমাকে রামধাই বিয়ে করে হরিয়ানায় নিয়ে যায়। সেখানে গীতা রানী কয়েক বছর তার সঙ্গে সংসার করেন। এরপর ত্রিপুরায় ফিরে আসেন। ত্রিপুরায় ফিরে আসার পর টাকারজলার সুমিত দেববর্মার সঙ্গে তার প্রেম হয়। ২০২৩ সালের সুমিতের সঙ্গে গীতা রানীর বিবাহ হয়। হঠাৎ করে হরিয়ানা থেকে রামধাই আবার যোগাযোগ করেন গীতা রানীর সঙ্গে। এবং তাদের পারিবারিক বিষয়ে সমস্যার সমাধান করা হবে বলে হরিয়ানা থেকে রামধাইকে ত্রিপুরায় আসতে বলেন। তাদের সঙ্গে যোগাযোগ করেই দিল্লি থেকে ট্রেনে করে বুধবার সন্ধ্যায় আগরতলা স্টেশনে এসে নামেন রামধাই। সেখান থেকেই সুমিত তাকে টাকারজলা বাড়িতে আনতে যায়। বাধারঘাট স্টেশন থেকে কলকলিয়া ফরেস্ট অফিসের সামনে এসে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে বলে তদন্তে উঠে এসেছে । বিশালগড় থানার পুলিশ বৃহস্পতিবার রাতেই বিশ্রামগঞ্জ জগাইবাড়ি থেকে গীতা রাণী দেববর্মাকে আটক করে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে একদিনের জন্য জেল হাজতে পাঠায় । শুক্রবার টাকারজলা থানার সহায়তায় টাকারজলার কানুরাম পাড়া থেকে সুমিত দেববর্মাকে গ্রেপ্তার করে বিশালগড় থানার পুলিশ। শনিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি সঞ্জিত সেন। শুক্রবার সন্ধ্যা রাতে বিশালগড় থানায় সাংবাদিকদের সামনে ঘটনা তুলে ধরেন এসডিপিও দুলাল দত্ত এবং ওসি সঞ্জিত সেন। পুলিশ রিমান্ডে আনার পর খুন কান্ডে ব্যবহৃত ছুরি সহ যাবতীয় সামগ্রী উদ্ধার করা হবে বলে জানিয়েছেন ওসি সনজিৎ সেন।
প্রতিনিধি কৈলাসহর:-ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা কৈলাসহরের মূর্তিছড়া গ্ৰাম থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের সময় তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।
সীমান্ত রক্ষী বাহিনী গ্ৰেপ্তার কারীদের তুলে দেয় কৈলাসহর থানার হাতে।কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী এবিষয়ে জানান,নয় মাস আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং চেন্নাইয়ে কাজ শেষে বাড়ি ফিরছিল।আটককৃতদের নাম রাহানুর রহমান,জাহিদ আহমেদ ও রুমন আহমেদ। বিএসএফ তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং দালাল চক্রের সূত্র বের করতে পুলিশ খতিয়ে দেখছে।
প্রতিনিধি কৈলাসহর:-এক ব্যক্তির সাথে দুটি পাসপোর্ট থাকার কারণে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কৈলাসহর থানার পুলিশ।কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, গতকাল রাত্রিবেলা কৈলাসহর আই সি পি তে বাংলাদেশ থেকে পাসপোর্ট এর মাধ্যমে আসে এক ব্যক্তি।তখন তাকে তল্লাশি চালানো হয় এবং তার কাছে দুটি পাসপোর্ট পাওয়া যায় একটি বাংলাদেশের এবং একটি ভারতের।একজন ব্যক্তির কাছে একটি পাসপোর্ট থাকতে পারে।কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে সে দুটি পাসপোর্ট সঙ্গে নিয়ে এসেছে। যার কারণে আই সি পি ইনচার্জ হাবিলদার নিরঞ্জন মজুমদার ওই ব্যক্তির বিরুদ্ধে কৈলাশহর থানায় গতকাল রাত্রিবেলা একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং পুলিশ অভিযোগ মূলে তাকে গ্রেপ্তার করে মামলাটি নথিভুক্ত করেছে।মামলা নম্বর ১১২/২০২৪ রিপন দাস (৩৪) পিতা মৃত হরকুমার দাস বাড়ি উত্তর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত অগ্নিপাশা এলাকায়।সোমবার দুপুরে তাকে কৈলাসহর থানা থেকে কৈলাসহর জেলা দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে।তবে রিপন দাসের নামে দুটি পাসপোর্ট তৈরি হল কিভাবে সেই বিষয়েও তদন্ত শুরু করেছে কৈলাশহর থানার পুলিশ।
প্রতিনিধি, উদয়পুর :- উদয়পুর শহর ছাড়িয়ে এবার গ্রামীণ এলাকায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হচ্ছে চুরি । এবার জামজুরি গাংফিরা এস.এম.বি ইট ভাট্টায় এক দুঃসাহসিক চুরি সংগঠিত করে চোরের দল । চুরির ঘটনার বিবরণ জানাতে গিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ইটভাট্টার গাড়ি চালক বাপন দাস জানান , এস এম বি ভাট্টার মালিক বিপ্লব কুমার ঘোষের ইট ভাট্টায় দুঃসাহসিক চুরি কাণ্ড গত বুধবার রাতে সংগঠিত করে চোরেরা। একটি ড্রজার , ট্রিপার ও মাটি মেকিনের মেশিন থেকে ১৫০ লিটার ডিজেল থেকে শুরু করে দুটি বড় ব্যাটারি সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে চম্পট দেয় চোরের দল। বাজার মূল্য প্রায় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে ৮০ হাজার টাকার উপর। চোরের দল সিসি ক্যামেরার চোখে ফাঁকি দিয়ে ইট ভাট্টায় প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে ভাট্টার ম্যানেজার ও গাড়ি চালক প্রত্যেককে দেখতে পান এই দুঃসাহসিক চুরি কাণ্ড কিভাবে ঘটিয়েছে তাদের ভাট্টার গাড়ির মধ্যে । গোটা বিষয়টি জানানো হয় ইট ভাট্টার মালিক বিপ্লব কুমার ঘোষ কে । পরবর্তী সময়ে মালিকের নির্দেশ অনুসারে কাকরাবন থানায় চুরি মামলা লিখিতভাবে দায়ের করা হয় । ইট ভাট্টার শ্রমিক থেকে শুরু করে গাড়ি চালক এবং ম্যানেজার প্রত্যেকে দাবী তুলেন চুরি কান্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে যেন পুলিশ খুঁজে বের করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আইনিভাবে। কিন্তু রাতের পুলিশি টহলদারি নিয়ে কাকরাবন থানার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এই চুরি কান্ডের পর। এখন দেখার পুলিশ চোরেদেরকে ধরতে কতটুকু সক্ষম হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা ইট ভাট্টার শ্রমিক মহল ।
প্রতিনিধি, বিশালগড়, ১৪ নভেম্বর।। খুনের দায়ে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড দিলো বিশালগড় এডিশনাল সেশন জর্জ। বিচারক দেবাশীষ কর বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। জানা যায়, ২০২১ সালের ২০ অক্টোবর লক্ষ্মী পূজার রাতে বিশ্রামগঞ্জের বাসিন্দা বিপ্লব ঘোষ তার পাশের বাড়ির উপেন্দ্র দেবনাথ ও তার ছেলে সাধন দেবনাথের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। কথা কাটাকাটি শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায় । একসময় বিপ্লব ঘোষের ধাক্কায় বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ মাটিতে লুটিয়ে পড়ে। উপেন্দ্র দেবনাথকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময়ে আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ। মৃত উপেন্দ্র দেবনাথের ছেলে সাধন দেবনাথ বিশ্রামগঞ্জ থানায় বিপ্লব ঘোষের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করে। বিশ্রামগঞ্জ থানার পুলিশ বিপ্লব ঘোষের বিরুদ্ধে খুনের মামলা গ্রহণ করে। ভারতীয় দণ্ডবিধির ৩০৪/এসটি টিআইপি ১ ধারায় মামলা হাতে নিয়ে অভিযুক্ত বিপ্লব ঘোষকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন অভিযুক্ত। বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় বৃহস্পতিবার। উক্ত মামলায় সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বিশালগড় মহকুমা আদালতের এডিশনাল সেশন জর্জ দেবাশীষ কর অভিযুক্ত বিপ্লব বিপ্লব ঘোষকে দোষী সাব্যস্ত করে বৃদ্ধ উপেন্দ্র দেবনাথ খুনের অভিযোগে তিন বছরে কারাদণ্ডাদেশ দেন। সঙ্গে ১০ হাজার টাকা জরিমান, অনাদায়ে আরো একমাসের সাজা ঘোষণা করেন। বিপ্লব ঘোষের সাজা ঘোষণার খবর পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। উক্ত মামলার তদন্তকারী অফিসার ছিলেন বিদ্যা দেববর্মা। সরকার পক্ষে মামলা লড়েছেন আইনজীবী গৌতম গিরি।
প্রতিনিধি , উদয়পুর :- শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক শিক্ষিকারা । এবারের ঘটনা মাতাবাড়ি কলুয়াডেপা এস.বি.স্কুলে । ঘটনার বিবরণে জানা যায় , সকালে স্কুলের শিক্ষক শিক্ষিকারা যখন বিদ্যালয়ে প্রবেশ করে তখন তাদের প্রথমে নজর পরে স্কুলের কম্পিউটার কক্ষটি সম্পূর্ণভাবে খোলা অবস্থায় রয়েছে । পরে দেখতে পায় কম্পিউটারের একটি ব্যাটারি ও বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত শব্দযন্ত্র চুরি হয়ে গিয়েছে । যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা । পূর্বেও এই বিদ্যালয়ে তিনবার চুরি সংগঠিত করেছিল চোরের দল । শিক্ষক-শিক্ষিকারা প্রশ্ন তুলে একের পর এক চুরির ঘটনা যেভাবে ঘটে চলেছে এই বিদ্যালয়ে তাতে করে গোটা ঘটনা নিয়ে পুলিশ সঠিক তদন্ত কেন করছে না এনিয়ে প্রশ্ন । পরবর্তী সময়ে এদিন মহারানী ফাঁড়ি থানায় চুরির ঘটনা জানিয়ে খবর দেওয়া হয় পুলিশকে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে আশপাশ এলাকায় কথাবার্তা বলে জানার চেষ্টা করে এই চুরির ঘটনার সাথে কোন সন্দেহভাজন জড়িত রয়েছে কিনা ? তার কারণ প্রতিদিন বিদ্যালয়ের পাশে রাতের আঁধারে বিভিন্ন নেশা কারবারীদের আড্ডা খানায় পরিণত হয়েছে বিদ্যালয়ের ময়দান। এলাকাবাসীরা দাবি তুলে অতি সত্বর যেন চুরির ঘটনায় যারা জড়িত তাদের মুখোশ যেন খুলে দেয় পুলিশ তা পুলিশের কাছে আবেদন রাখেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক মহল ।
আসাম রাইফেলস ও শুল্ক বিভাগের অভিযানে ১কোটি ২৭ লক্ষ টাকার বিদেশী সিগারেট বাজেয়াপ্ত
প্রতিনিধি কৈলাসহর:-শুল্ক বিভাগ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ১কোটি ২৭ লক্ষ টাকা মূল্যের ১০.৪ লক্ষ বিদেশী সিগারেট বাজেয়াপ্ত করেছে।গত ১১ই নভেম্বর ত্রিপুরার তেলিয়ামুড়ায় সাধারণ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং একটি বোলেরো পিকআপ গাড়ী আটক করা হয়েছে।বিশ্বাসযোগ্য তথ্যের উপর ভিত্তি করে আসাম রাইফেলস দ্বারা একটি অভিযান শুরু করা হয়েছিল এবং তারা আটক করতে সক্ষম হয়।যেগুলি আরও তদন্ত এবং আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি, উদয়পুর :- দীর্ঘদিন পর রাধাকিশোরপুর থানা নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে । রবিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ মাতাবাড়ি ড্রপ গেইট এলাকার বাসিন্দা রাজু দেবনাথ এর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ বাজেয়াপ্ত করে থানার সেকেন্ড ওসি সমর দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । পুলিশ তার গোপন খবরের মাধ্যমে এই অভিযান সংগঠিত করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে যায় অবৈধ মদ বিক্রেতা রাজু । পরে পুলিশ বাজেয়াপ্ত মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে । পুলিশ জানায় বাজেয়াপ্ত মদের বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকার উপর । দীর্ঘদিন পরে রাধাকিশোরপুর থানার পুলিশ সাফল্য পাওয়াতে কিছুটা হলেও অবৈধ মদ ব্যবসায়ীদের মনে ভয়ের পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করছে পুলিশ মহল ।
প্রতিনিধি, উদয়পুর :- প্রতিদিন বন দস্যুরা বনজ সম্পদ ধ্বংস করে ফেলছে গোটা গোমতী জেলা জুড়ে । এর ফলে ধীরে ধীরে জঙ্গলের পরিমাণ কমছে প্রতিনিয়ত । কখনো দিনের আলোতে , আবার কখনো রাতের অন্ধকারে এই ধরনের বনজ সম্পদ গুলি কেটে দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে গর্জি ফাঁড়ি থানা ও গর্জি বিট অফিসের যৌথ অভিযান চালানো হয় । দাতারাম বটতলী গ্রামীন এলাকায় গোপন রাবার বাগানে অভিযান চালিয়ে সেগুন ও শাল কাঠ বাজেয়াপ্ত করে বনদপ্তর। যৌথ অভিযান টের পেয়ে বনদস্যুরা মূল্যবান কাঠ ফেলে চলে যায়। বনদপ্তরের কর্মীরা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরে কাঠ গুলিকে বাজেয়াপ্ত করে গর্জি বিট অফিসে নিয়ে আসে। বনদপ্তরের আধিকারিক জানান , প্রায় ৪২ ফুট কাঠ বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকার উপর । বনদপ্তরের এই ধরনের অভিযান আগামী দিনেও জঙ্গলকে বাঁচাতে জারি থাকবে প্রতিনিয়ত পেট্রোলিং । এমনটাই জানান বন আধিকারিক ।