কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়।পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার কোচবিহারে আসেন শুভেন্দু অধিকারী। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে আগে থেকেই কালো পতাকা নিয়ে খাগড়াবাড়িতে জমা হয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। শুভেন্দুর কনভয় ঢুকতেই লাঠি দিয়ে আঘাতের পাশাপাশি পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শুভেন্দু যে গাড়িতে ছিলেন সেই গাড়ির পেছনের কাচ ভেঙে যায়। পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙা হয়েছে বলে অভিযোগ। এরপর সেই কনভয় পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে। বর্তমানে সেখানেই রয়েছেন শুভেন্দু।
admin
ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন
- প্রেস বিবৃতিঃ ৪ আগস্ট রোজ সোমবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সমস্যা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সাথে আলোচনা করেন। পাশাপাশি তথ্য দপ্তর থেকে বিজ্ঞাপনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আবেদনও জানান ।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দীর্ঘ সময় ধরে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র প্রতিনিধি দলের সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক তথা নিউজ টুডে চ্যানেলের এডিটর সৌরজিৎ পাল, সহ-সম্পাদক তথা চিনি খরাঙ নিউজ চ্যানেলের এডিটর রঞ্জিত দেববর্মা, সোসাইটির কোষাধ্যক্ষ তথা সার্চ ইন্ডিয়া টিএনএন চ্যানেলের এডিটর মনিষ সাহা, অফিস সেক্রেটারি তথা এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের এডিটর সমরেশ দে, সোসাইটির কার্যকারী সদস্য তথা স্যান্দন টিভি চ্যানেলের এডিটর অভিষেক দে, কার্যকরী সদস্য তথা রাইস ইস্ট টিভি চ্যানেলের এডিটর সোমেন দেব, খুমপুই টিভি চ্যানেলের এডিটর মানস দেববর্মা এবং রাইজিং ত্রিপুরা টিভি চ্যানেলের এডিটর হানিফ আলী। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আশাবাদী মুখ্যমন্ত্রী রাজ্যের সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্বার্থে সহসাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
ভারতীয় জনতা পার্টির ৪৮ করমছড়া মণ্ডল কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক।
প্রতিনিধি, গন্ডাছড়া :- শনিবার করমছড়া কমিউনিটি হলে অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির ৪৮ করমছড়া মণ্ডল কমিটির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও বৈঠকে অংশগ্রহণ করেন ধলাই জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা, মণ্ডল সভাপতি সঞ্জিত দেববর্মা, এম.ডি.সি. সঞ্জয় দাস, বিমল কান্তি চাকমা সহ দলের জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্বরা। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল স্থানীয় স্তরে দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সংযোগ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ। রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য দলের কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি কার্যকর্তাকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জনমুখী ও উন্নয়নমূলক প্রকল্পগুলির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে দলের গ্রহণযোগ্যতা আরও বাড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, দলের প্রতিটি সদস্যকে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের ভিত যত শক্তিশালী হবে, দলের ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে। মণ্ডল সভাপতি সঞ্জিত দেববর্মা তাঁর বক্তব্যে করমছড়া মণ্ডলে দলের বর্তমান সাংগঠনিক অবস্থা এবং কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, দলের প্রতিটি স্তরের কার্যকর্তা সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করছেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। এই বৈঠকে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক দিকনির্দেশনা এবং জনসংযোগমূলক কর্মকাণ্ডের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দলের জনভিত্তি সম্প্রসারণ এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের বৈঠক ও সাংগঠনিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। দলের একাংশের মতে, এই বৈঠক করমছড়া মণ্ডলের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে, যা আগামিদিনে দলের কর্মপন্থা নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রতিনিধি মোহনপুর :- রাজ্যের নতুন প্রজন্মের চাষীদের ধান চাষে উৎসাহিত করতে এবার জমিতে আমন ধানের চারা রোপণ করলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার সিমনা বিধানসভার ঈশানপুরে ধানের চারা রোপন করে নতুন প্রজন্মকে কৃষিকাজে এগিয়ে আসার আহ্বান জানালেন মন্ত্রী।
ইতিমধ্যেই আউশ ধানের চারারোপন শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। বিশেষ করে উচ্চ ফলনশীল জাতের ধান এবং সুগন্ধি ধান চাষের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কৃষি দপ্তর। আর্থিক সহায়তার পাশাপাশি সার বীজ প্রদান করেও সহায়তা করা হচ্ছে কৃষকদের। এইদিন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং কৃষি দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে মাঠে ধানের চারা রোপন করে কৃষিমন্ত্রী দাবি করেন ২০২৪-২০২৫ অর্থবছরে ত্রিপুরাতে ৩৫ হাজার হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এরমধ্যে খরিফ মৌসুমে ৮৬৩০ হেক্টর এবং রবি মরশুমে মোট ২৬৩৭০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। মন্ত্রী আরো বলেন বর্তমানে রাজ্যের ৫৮টি ব্লকের মধ্যে ৩০ টি ব্লক খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তিনি রাজ্যের সমস্ত অংশে কৃষকদের আহ্বান করেছেন প্রযুক্তি ব্যবহার করে কৃষি কাজে আয় বৃদ্ধি করতে উদ্যোগ গ্রহণ করার জন্য। পাশাপাশি দপ্তর সমস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
প্রতিনিধি মোহনপুর:- ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বহিঃ রাজ্যে যাওয়ার সময় গ্রেফতার বহিঃ রাজ্যের দুই অভিযুক্ত। শনিবার লেফুঙ্গা থানার অন্তর্গত লেম্বু ছড়ার নাকা পয়েন্টে একটি যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করা হয়েছে ২০ কিলো গাঁজা। পাশাপাশি দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যান্য দিনের মতো লেম্বুছড়া নাকা পয়েন্টের সামনে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শনিবার দুপুরে মোহনপুর আগরতলা সড়কের একটি বাসে তল্লাশি চালানোর সময় একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভেতর ছিল মোট কুড়ি কিলো অবৈধ গাঁজা। এই গাঁজার সাথে জড়িত দুই মহিলা অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হল মাম্পি দেব এবং ঝিলমি দেব। অভিযুক্তদের বাড়ি আসামের করিমগঞ্জে। মোহনপুর থেকে এই অবৈধ গাঁজা নিয়ে করিমগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল তারা। মোহনপুরের শনি তলা এলাকার এক গাঁজা ব্যবসায়ী কাছ থেকে এই গাঁজা গুলো ক্রয় করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন অভিযুক্তরা। লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই গাঁজার মূল মালিক কে এবং কোথায় থেকে আনা হয়েছিল সেগুলো খুঁজে বার করা হবে।
ধর্মনগর প্রতিনিধি,,আজ ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আজ যুবরাজনগর আর ডি ব্লকের কমিউনিটি হলে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল “মাদক দ্রব্যের অপব্যবহার এবং তার পরিবারের উপর প্রভাব বাল্যবিবাহ ও মহিলা সুরক্ষা “।অনুষ্ঠানটি শুরু হয় আনুমানিক বেলা বারোটা নাগাদ। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের মাননীয়া চেয়ারপার্সন শ্রীমতী ঝর্না দেববর্মা তিনি বক্তব্য রাখতে গিয়ে মাদকের ভয়াবহতা, বিশেষ করে পরিবারে নারীদের উপর এর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে নয়, একটি সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দিতে পারে। নারীরা পরিবারে মূল ভিত্তি হিসেবে কাজ করেন, তাই মাদকবিরোধী সচেতনতা তাদের মধ্যে আরও ছড়িয়ে দেওয়া জরুরি। পরে বাল্যবিবাহ এবং নারী সুরক্ষা নিয়েও বিস্তারিত আলোচনা করেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেনকমিশনের সদস্যা রত্নাদেবনাথ, জেলা সভাপতি কাজল দাস,সমাজসেবী রূপালী অধিকারী, ব্লক চেয়ারম্যান অপর্না সিংহ দেব নাথ,মলিনা নাথ সহযুবরাজনগর ব্লকের অধিকাংশ মহিলাদের উপস্থিত ছিল লক্ষণীয়।
শান্তি বাজার প্রতিনিধি :মঙ্গলবার শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় রুটিন তল্লাশী চালায় শান্তির বাজার থানার পুলিশ। এরইমধ্যে আগরতলাথেকে সাব্রুম মনুবলকুলগামী টি আর ০৭ ১২০৩ নাম্বারের কুয়েশা কৃষ্টি নামক বাসে তল্লাসী চালাতেগিয়ে এক যাত্রী কথাবার্তায় সন্দেহজেগে তল্লাশী চালায় শান্তির বাজার থানার পুলিশ। সন্দেহজনক তল্লাশিচালিয়ে শ্যামল সরকার (৪৩) নামে যাত্রীর কাছথেকে ৫ পেকেট গাঁজা উদ্ধার করাহয়। জানাযায় প্রতি পেকেটে ২ কেজিকরে মোট ১০ কেজি গাঁজা উদ্ধারকরাহয়। ঘটনার পরবর্তী সময় মহকুমা শাসকের কার্যালয়থেকে ডি সি এম পবিত্র দাস ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে গাঁজাগুলি পরিক্ষা করাহয়। সমস্ত আইনি পক্রিয়া শেষে গাঁজা সহ শ্যামল সরকার নামে যাত্রীকে গ্রেপ্তার করাহয়। জানাযায় শ্যামল সরকার বিশ্রামগঞ্জ বরজলা এলাকার বাসিন্দা। সে এই গাঁজা গুলি বিশ্রামগঞ্জ থেকে সাব্রুম মনুর উদ্দ্যোশ্যে নিয়ে যাচ্ছিলো। শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার যৌথ উদ্দ্যোগো আজকের অভিযান চালানোহয়। জানাযায় পুলিশের এইধরনের অভিযান আগামীদিনেও জারী থাকবে। আজকের এই সাফল্যের কথা সংবাদমাধ্যমের সামনে জানান শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা।
ধর্মনগর প্রতিনিধি : রবিবার সকালে মুষলধারে দু-তিন ঘন্টা বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমে যায়। কিছুক্ষণের মধ্যে জেলরোড ব্যতীত অন্যান্য জায়গার জল নেমে যায়। সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যার পরেও সংবাদ লেখা পর্যন্ত জেল রোড এলাকায় বাড়িঘর সহ রাস্তার উপর দিয়ে আটো সমান জল রয়েছে । কিছু কিছু স্থানে তো যত সময় যাচ্ছে ততই জল বেড়ে যাচ্ছে হতবাক এলাকাবাসী। কিছুদিন পূর্বে প্রবল দর্শনে রাজ্যের সাথে ধর্মনগর শহরে নদী সংলগ্ন এলাকা গুলি প্লাবিত হয়েছিল কিন্তু কোন বন্যা কবলে মানুষকে পড়তে হয়নি। বিভিন্ন সময় দেখা গেছে পুরো পরিষদের থেকে বিভিন্ন মাস্টারপ্লেন তৈরি করছেন কিভাবে জেলরোড এলাকাতে বৃষ্টির ফলে জল না জমে। ডজার দিয়ে অনেক ট্রেন দখল করে রাখা বাড়িঘর দোকানপাটের সামনের থেকে মাটি ও খনন করে পরিষ্কার করে দিয়ে ড্রেনের পরিধি বড় করেছেন তারপরেও জেলরোডের মানুষের দুর্দশা কমছে না। বর্তমানে সমগ্র জেলরোড বাসীএই জলের সমস্যা থেকে পরিত্রাণ চাইছে।
নেশাগ্রস্ত অবস্থায় শান্তির বাজারে বিভিন্নজায়গায় তান্ডব চালাতে গিয়ে পুলিশের হাতে আটক এক যুবক।
শান্তিরবাজার প্রতিনিধি :ঘটনার বিবরনে জানাযায় শান্তির বাজার শহরের আমটিলা এলাকার বাসিন্দা উত্তম দাস প্রতিনিয়ত ব্রাউন সুগার সহ বিভিন্ন প্রকারের নেশা সামগ্রী পান করে বিভিন্ন জায়গায় তান্ডব চালায় বলে অভিযোগ। উত্তম দাসের নেশার রমরমা ব্যবসার জন্য শান্তির বাজারের যুব সমাজ ধ্বংসের মুখে। উত্তম দাস প্রতিনিয়ত ব্রাউন সুগার সহ বিভিন্ন নেশা পান করে শাসক দলের নাম ভাঙ্গিয়ে তান্ডব চালায় বলে অভিযোগ। উত্তম দাস পার্টির কোনো দায়িত্বে নেই। সে বামেদের সমর্থনকরে শাসক দলকে বদনামকরতে প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে। বামেদের ছত্র ছায়ায় থেকে নিজেকে শাসকদলের লোক বলে শান্তির বাজারের শান্তি শৃঙ্খলা নষ্টকরার প্রয়াস চালিয়েযাচ্ছে উত্তম দাস নামে যুবক। শুক্রবার রাত্রিবেলায় নেশা সামগ্রী পান করে শান্তির বাজারে বাজার এলাকায় তান্ডব চালায় উত্তম দাস। উত্তম দাসের এইধরনের তান্ডবের সংবাদ সংগ্রহ করতেগেলে সে সাংবাদিককে বিভিন্নপ্রকারের হুমকি ধমকি দেয়। পরবর্তীসময় ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিতহয়ে উত্তম দাসকে শান্তির বাজার থানায় নিয়েযায়।
কমিউনিটি ট্রান্সপ্লান্টিং মাধ্যমে আমন ধানের যারা রোপন করলেন বিধায়ক রামপদ জমাতিয়া
- প্রতিনিধি , উদয়পুর :- টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে দক্ষিণ বাগমা গ্রাম পঞ্চায়েতের কৃষক পরিমল দে-র আমন ধানের জমিতে সফলভাবে কমিউনিটি ট্রান্স প্লান্টিং কার্যক্রম সম্পন্ন হয় । পরিমল দে কুড়িকানি জমিতে গোমতী জাতের ধান রোপন করা হয়েছে ধান জালাল বয়স ছিল ১৫ দিনের। এদিন বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়ার হাত ধরে। এদিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই চাষের জন্য কৃষককে ধানের মানসম্পন্ন বীজ, কেমিক্যাল ফার্টিলাইজার , অর্গানিক সার , প্ল্যান্ট প্রোটেকশন কেমিক্যালস এবং প্রতি হেক্টরে মোট ৫৬৫০ টাকার অনুদান প্রদান করা হবে । তারিফ মৌসুমের সূচনা লগ্নে কৃষকদের উৎসাহ দিতে এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রচলন ঘটাতে এই ধরনের ট্রান্সপ্লান্টিং কর্মসূচিকে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , টেপানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত, টেপানিয়া পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ , বাগমা এগ্রি সেক্টর অফিসার ইন্দ্রানী চক্রবর্তী এবং এই মহিলা পরিচালিত টেপানিয়া কৃষি মহকুমার সকল মহিলা কর্মচারীবৃন্দ। কৃষি দপ্তরের এই ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে নতুন উৎসাহ যোগাবে এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিধায়ক রামপদ জমাতিয়া ।