প্রতিনিধি, তেলিয়ামুড়া। ১৪ই মার্চ। রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হলো,রাজ্য কে নেশা মুক্ত করা। রাজ্য সরকারের এই উদ্দেশ্যকে বাস্তব রূপ দিতে রাজ্য পুলিশ প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সফল হচ্ছে রাজ্য পুলিশ। নেশার বিরুদ্ধে এই অভিযানে আজ আবারো বড় ধরনের সফলতা পেল পুলিশ।আজ তেলিয়ামুড়ায় বিপুল পরিমাণে অবৈধ ড্রাগস বা নেশা সামগ্রী সহ সুমন দেবনাথ নামে এক যুবককে আটক করতে সক্ষম হয়েছে তেলিয়ামুড়া থানার পুলিশ, সেই সাথে সাথে ধৃত সুমনের সাথে থাকা নম্বরবিহীন স্কুটি পুলিশ বাজেয়াপ্ত করেছে।
গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজিব দেবনাথ জানান বিশ্বস্ত সূত্র মারফত খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিশেষ নজরদারি অভিযানের মধ্য দিয়ে এই সফলতা আসে। পুলিশ জানিয়েছে সুমন যখন তার নম্বর বিহীন স্কুটি নিয়ে আসছিল তখন তার স্কুটিকে আটক করে তল্লাশি চালালে স্কুটির ভেতরে রাখা দুই শতাধিক ভায়েলের মধ্যে অবৈধ নেশা সামগ্রী পাওয়া যায়। ওসি শ্রী দেবনাথ আরো জানান ধৃত সুমনকে খোয়াই আদালতে প্রেরণ করার পর পুলিশ রিমান্ডে এনে পরবর্তী তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এদিকে যেভাবে গোটা তেলিয়ামুড়া শহর সহ সন্নিহিত এলাকায় এই সময়ের মধ্যে অবৈধ নেশার রমরমা বৃদ্ধি পেয়ে চলেছে তার পরিপ্রেক্ষিতে এই আটক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
admin
কল্যানপুরের রতিয়া দুর্গানগরের মানুষদের স্বপ্নের সেতুর কাজ অগ্রগতির তদার কি করলেন বিধায়ক পিনাকী।
প্রতিনিধি তেলিয়ামুড়া। ১৪ই মার্চ। কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের রতিয়া, দুর্গানগর ও তার আশপাশ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল খোয়াই নদীতে পাকা সেতুর। রোতিয়া দুর্গানগর ও তার আশপাশ এলাকার মানুষ রা শীতকালে বাশের সাঁকো দিয়ে তেলিয়ামুড়া – কল্যাণপুর – খোয়াই সড়কে পৌঁছাতো। বর্ষাকালে জলের তোরে ভেসে যেত সেই সাঁকো। তারপর একমাত্র ভরসা ছিল নৌকা। এই বিস্তীর্ণ এলাকার আয়ের অন্যতম উৎস হলো কৃষিকাজ। স্বভাবতই কৃষকদের তাদের উৎপাদিত ফসল বাজারজাত করতে সমস্যা হতো। বিস্তীর্ণ এলাকার মানুষের দাবি ছিল কয় নদীর উপর একটি পাকা সেতু নির্মাণ করার। ২০১৮ সালে কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এলাকার মানুষদের কথা দিয়েছিলেন, জয়ী হলে পাকা সেতু নির্মাণ করে দেবেন। গণদেবতাদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাননি বর্তমান বিধায়ক পিনাকী দাস চৌধুরী। প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়ে গেছে সেতুর। কাজও অনেক দূর এগিয়ে গেছে। নির্মীয়মান সেতুর নাম দেওয়া হয়েছে সুদীন্দ্র দাশগুপ্ত স্মৃতি সেতু। আজ রতিয়া খেয়া ঘাটে সুধীন্দ্র দাসগুপ্ত স্মৃতি সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী। সঙ্গে আর.ডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে পরিদর্শনে যান তিনি এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। খোয়াই নদীর উপর গড়ে উঠা সেতুর দ্রুত নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। বিধায়ক পরিদর্শনের সময় নির্মাণাধীন ১১০ মিটার দীর্ঘ সেতুর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং বর্ষাকালের আগেই সেতুর প্রধান কাঠামোর কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি জানান, এই সেতু চালু হলে রতিয়া সহ দূর্গাপুর সহ আশপাশের বহু মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সেতু নির্মাণের বর্তমান অবস্থা সম্পর্কে আর.ডি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার জানান, “বর্ষার আগেই সেতুর উপরের মূল নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। আমরা চাই, বৃষ্টির মরসুম শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ অংশের কাজ শেষ হোক, যাতে বাকি কাজ সহজে সম্পন্ন করা যায়।” সেতুটি বহু বছর ধরে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এ প্রসঙ্গে বিধায়ক পিনাকী দাস চৌধুরী জানান, “নৃপেন চক্রবর্তীর সময় থেকে শুরু করে মনিন্দ্র চন্দ্র দাসের বিধায়ক থাকাকালীন সময় পর্যন্ত এই সেতুর দাবি করা হয়েছিল, কিন্তু তখনকার বাম সরকার কর্ণপাত করেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই প্রকল্পটি অনুমোদিত হয় এবং নির্মাণকাজ শুরু হয়েছে।” তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, দ্রুত কাজ সম্পন্ন হবে এবং সেতুটি রাজ্যের জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হয়ে এলাকাবাসীর জন্য নতুন দিগন্ত খুলে দেবে।” পরিদর্শন শেষে বিধায়ক ও আধিকারিকরা জানিয়েছেন, সেতুর কাজ পরবর্তী ধাপে আরও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সংশ্লিষ্ট সংস্থাকে সময়সীমার মধ্যে কাজ শেষ করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো সমস্যা তৈরি হয়, তবে তা দ্রুত সমাধানের জন্য বিধায়ক নিজে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলে আশ্বাস দিয়েছেন।
প্রতিনিধি, উদয়পুর :- দিন দুপুরে উদয়পুরে আক্রান্তের শিকার হল চারজন স্কুল পড়ুয়া ছাত্র । ঘটনা উদয়পুর জামজুরী- খিলপাড়া সড়কে । ঘটনার বিবরণ দিতে গিয়ে স্কুল পড়ুয়া ছাত্র শুভ্রদীপ দাস জানান , বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ মির্জাতে নিজেদের পুরনো বাড়ি থেকে শুভদীপ উদয়পুরে ফেরার পথে তার উপর হঠাৎ করে দুই যুবক ইট পাটকেল মারতে শুরু করে । কেন তার উপর এই ধরনের ইট পাটকেল মারা হল সে বিষয়ে জিজ্ঞাসা করতে গিয়ে এবার আক্রমণের শিকার হয়েছে শুভ্রদীপ । তার সাথে থাকা আরও তিন বন্ধু তন্ময় দাস , দ্বীপ দে ও নাহার সরকার কিছু জিজ্ঞাসা করে করতেই তাদের ওপর হামলা চালায় দুই যুবক। কোনক্রমে স্কুল পড়ুয়া ছাত্ররা রাধা কিশোরপুর থানায় নিজেদের প্রাণ নিয়ে ছুটে আসে। পরে এই ঘটনায় পুলিশকে বিস্তারিত জানানো হলে রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয় গোটা ঘটনার তদন্ত করার জন্য। সব মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে এই ধরনের আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উদয়পুরে।
প্রতিনিধি মোহনপুর :- আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে মহিলা সাফাই কর্মীদের জানানো হয়েছে সম্মান। বৃহস্পতিবার মোহনপুর পুর পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালনের অঙ্গ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।
গোটা ভারতবর্ষের পাশাপাশি রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনটি পালনের অঙ্গ হিসেবে মোহনপুর পুর পরিষদ এলাকায় যে সমস্ত নারীরা সাফাই কাজের সাথে জড়িত উনাদের সম্মান প্রদান করা হয়েছে। পাশাপাশি মঞ্চে অতিথিদের সাথে বসানো হয়েছে মহিলা সাফাই কর্মীকে। এদিন নারী দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন নারীরা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান চর্চা, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্র, নিরাপত্তা থেকে শুরু করে প্রায় সব কটি স্তরে নারীরা পুরুষদের সাথে সমানভাবে অংশীদারিত্ব করছে। পাশাপাশি গোটা বিশ্বে যে সমস্ত নারীরা বিভিন্ন সময় বিশেষ দায়িত্ব পালন করেছেন সে সমস্ত বিষয় নিয়েও এদিন আলোচনা করেছেন মন্ত্রী। যদিও বর্তমান সময়ে নারীরা পুরুষদের চাইতে সামান্য কিছু পিছিয়ে থাকার বিষয়টিকে কেন্দ্র করে আক্ষেপ প্রকাশ করেছেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা।
- প্রতিনিধি মোহনপুর :- লেফুঙ্গা থানার অন্তর্গত কালীবাজার থেকে নেশা কারবারের সাথে জড়িত থাকার দায়ে এক নেশা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ব্রাউন সুগার। আগামী ১৩ তারিখ পর্যন্ত অভিযুক্তকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বামুটিয়ার কালীবাজার এলাকার নিবাসী পার্থ দাস দীর্ঘদিন যাবত নেশা বাণিজ্যের সাথে উতপ্রুত ভাবে জড়িত। ব্রাউন সুগার, ইয়াবা সহ বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে যাচ্ছে সে। তার এই নেশা বাণিজ্যের কারণে বহু যুবক-যুবতী ইতিমধ্যেই ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সোমবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় ১১ গ্রাম ব্রাউন সুগার। রাতে গ্রেফতার করা হয়েছে পার্থ দাসকে। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ। আগামী ১৩ তারিখ পর্যন্ত অভিযুক্তের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধারণা করা হচ্ছে তাঁকে জোর জিজ্ঞাসাবাদ করে অন্যান্য নেশা কারবারি এবং নেশা সামগ্রী উদ্ধার করতে উদ্ধার করতে সক্ষম হবে পুলিশ।
প্রতিনিধি, উদয়পুর :- ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য তথা বরিষ্ঠ সাংবাদিক গৌতম চক্রবর্তী দীর্ঘদিন যাবত লিভার জনিত রোগে অসুস্থ হয়ে নিজ বাড়িতেই আছেন।
মঙ্গলবার বিকেলে রোগগ্রস্থ গৌতম চক্রবর্তীকে দেখার জন্য আগরতলা থেকে উদয়পুর আসেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য সম্পাদক প্রণব সরকার। বিকাল সাড়ে চারটা নাগাদ প্রণব বাবু সাংবাদিক গৌতম চক্রবর্তীর বাড়িতে যান । তার সাথে ছিলেন উদয়পুরের সাংবাদিক দিলীপ দত্ত, সাংবাদিক বিপ্লব দে, সুজিত সাহা , বিটু মজুমদার , সানি আলম সরকার সহ এক ঝাঁক সাংবাদিক । প্রণব বাবু এদিন গৌতম চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য রাজ্যে সরকারের সাথে আলোচনা করে অতি শীঘ্র যথোপযুক্ত ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। শেষে অসুস্থ গৌতম চক্রবর্তীর হাতে প্রণব বাবুর পক্ষ থেকে সামান্য অর্থ রাশি সাহায্য তুলে দেওয়া হয় ।
প্রতিনিধি, বিশালগড়
, ৯ মার্চ।। কোভিড লকডাউন পরিস্থিতিতে কাজ হারানো অভিবাসী যুবক যুবতীদের বিকল্প রোজগারের দিশা দেখানোর কাজ করছে সরকার। কোভিড পরিস্থিতিতে কাজ হারিয়েছে বহু যুবক যুবতী। কর্মহীন অভিবাসী যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড় করাতে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার। রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে রাজ্যের যুবক যুবতীদের সোলার প্যানেল ইনস্টলেশন টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দপ্তরের সহযোগিতায় রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এন বি আই আর টি পরিচালিত সেকেরকোট স্থিত অর্কনীড়ে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যাচে সোলার টেকনিশিয়ানের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। লকডাউন পরবর্তী সময়ে ২০২১ সালে ৬০ যুবক যুবতী ৯০ দিনের প্রশিক্ষণ নিয়েছে। সরকারের সহযোগিতায় বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদের অনেকে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। সোলার টেকনিশিয়ান হিসেবে কর্মজীবন আরও মসৃণ করতে এবার রাজের দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্তদের টুলস কিট প্রদান করা হয়েছে। রবিবার সেকেরকোট স্থিত অর্কনীড়ে ১৩ টি আইটেমের যন্ত্রপাতি সম্বলিত ব্যাগ তুলে দেয়া হয় প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে। প্রতি ব্যাগে প্রায় ১৮ হাজার টাকার যন্ত্রপাতি রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্কনীড়ের সচিব এডভোকেট অভিজিৎ গণ চৌধুরী, সোলার টেকনিশিয়ান ট্রেডের প্রশিক্ষক ই: পি এল ঘোষ, প্রজেক্ট অফিসার অনুপ দে এবং অন্যান্য ট্রেনিং কো অর্ডিনেটরগণ। বক্তব্য রাখতে গিয়ে, ই: পি এল ঘোষ এ ধরনের ট্রেনিং এর গুরুত্ব এবং রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের টুলস কিট দেওয়ার গুরুত্ব তোলে ধরেন। প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতী এমনকি মহিলারা টুলস কিট পেয়ে দারুন খুশি। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা শান্তা, সম্পি দাস সহ সকল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী এ ধরনের সুযোগ পেয়েছে বলে অর্কনীড় এবং রাজ্য সরকার কে ধন্যবাদ জানান।
ধর্মনগর প্রতিনিধি,,আনুমানিক বিকেল তিনটা নাগাদ যুবরাজনগর বিধানসভার বিধায়ক শৈলেন চন্দ্রনাথের আগর বাগানে দুষ্কৃতিদের দ্বারা আগুন লাগানোর অভিযোগ তুলেন বিধায়ক শৈলেন্দ্রনাথ। তিনি জানান যুবরাজনগর বিধানসভার তিলথই নোয়াপাশা এলাকায় উনার আগর বাগানে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় পাঁচশত আগর গাছ পুড়ে ছাই হয়ে যায়। যাতে প্রায় ১০ লক্ষ টাকা উনার ক্ষতি হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি পানিসাগর পুলিশকে অবগত করলে পানিসাগর থেকে পুলিশ এসে এলাকা পরিদর্শন করে যায়। উনার অর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য বারবার বাগান গুলিতে আগুন ধরিয়ে দিচ্ছে।
উনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন এধরনের ধিক্কারজনক ঘটনা থেকে উনাকে যাতে রক্ষা করা হয় এবং এই ধরনের দুষ্ট চক্রকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা অবলম্বন করে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠুরতম শাস্তি প্রদান করে।তার জন্য আবেদন করলেন বিধায়ক।