ধর্মনগর প্রতিনিধি।
গোপন খবরের ভিত্তিতে কদমতলা থানার ওসি ইন্সপেক্টর শিবরঞ্জন দে এর নেতৃত্বে কদমতলা থানার পুলিশ কদমতলা থেকে চুড়াইবাড়ি যাওয়ার মূল সড়কের উপর হাঁপাইটিলা শিব মন্দিরের সামনে আসাম রাজ্যের পাথারকান্দি থানাধীন হইতরকাল এলাকার বাসিন্দা রশিদ আহমেদ (১৯)
পিতা আব্দুল শহীদ নামের এক যুবককে আটক করে কদমতলা থানায় নিয়ে যায়। পরবর্তীতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা, dcm জিনিয়াস দেববর্মা উপস্থিতিতে ওই যুবকের কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ এর মধ্যে জুতোর বাক্সের মধ্যে লুকিয়ে রাখা ৬প্যাকেটে মোট ৪৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এদিকে উওর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান উদ্ধার হওয়া হেরোইন এর কালোবাজারি মূল্য প্রায় ৪০লক্ষ টাকা হবে। তিনি আরো জানান কদমতলা থানায় একটি এনডিপিএস ধারায় মামলার রুজু করেছে পুলিশ যার নম্বর KDL PS ৭৬/২৩ তাকে গ্রেফতার করেছে। আগামীকাল জেলা আদালতে পেরন করবে পুলিশ ৫দিনের পুলিশি চেয়ে। পুলিশের প্রাথমিক স্বীকারোক্তিতে সে জানায় পাথারকান্দি থেকে হেরোইন গুলো নিয়ে এসেছিল আগরতলার নিয়ে যাওয়ার জন্য।
গোপন সূত্রের ভিত্তিতে ৪৪৭ গ্রাম হেরোইন সহ আটক এক ব্যক্তি।
143