157
প্রতিনিধি, বিশালগড়, ১১ ডিসেম্বর।। গাঁজা বিরোধী অভিযান জারি রেখেছে বিশালগড় থানার পুলিশ। টানা দুই দিনের অভিযানে বড় সাফল্য পায় বিশালগড় থানা। সোমবার ১৩৩৫০০ টি গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। বিশালগড় থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ, টিএসআর, বিএসএফ, সিআরপিএফ, বন দপ্তর, আবগারি দপ্তর মিলিত ভাবে অভিযান চালায় চেলিখলা এবং গজারিয়া এলাকায়। অভিযানে ১৩৩৫০০ টি গাঁজা গাছ ধ্বংস করা হয়। ওসি তাপস দাস জানান গাঁজা চাষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান জারি থাকবে।