প্রতিনিধি কৈলাসহর:-এক সময় বৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার পর আর বাংলাদেশ না গিয়ে ভারতে বসতি শুরু করার পর আজ প্রায় ২০ বছর পর মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ জোয়ানদের হাতে ধরা পড়লো মোঃ সৈয়দ আলী নামে এক ব্যক্তি।জানা যায় ২০০৪ সালে বৈধভাবে ভারতে এসেছিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বাসিন্দা মোঃ সৈয়দ আলী নামে এক ব্যক্তি।কিন্তু পরবর্তীকালে উনি আর বাংলাদেশে ফিরে যাননি। কেননা উনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। এরপর দিল্লিতে আধার কার্ড তৈরি করে এখানে উনি কাজ করতে শুরু করেন। পরবর্তীকালে উনি দিল্লিতেই বিবাহ করে সংসার শুরু করেন।বর্তমানে হয়তো কোন এক অজ্ঞাত কারণে উনি আবার নিজের সস্থানে চলে যেতে চাইছিলেন।উনার স্ত্রীকে ফেলে রেখেই দালাল মারফত চলে যাওয়ার সময় গতকাল গভীর রাতে মাগুরুলি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চারজন বাংলাদেশীকে দেখে সন্দেহ জাগে বিএসএফ জোয়ানদের মনে।তখনই তাদের জিজ্ঞাসাবাদ করতে গেলেই তারা দৌড়াতে শুরু করে।বিএসএফ জোয়ানরাও তাদের পিছু ধাওয়া করলে দালাল সহ আরও দুইজন বাংলাদেশী পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় মহাম্মদ সৈয়দ আলী।এরপর জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা যায় উনি কিভাবে ভারতে এসেছিলেন। আর ভারতে ফিরে না আসার জন্যই পাকাপাকিভাবে উনি বাংলাদেশে চলে যাচ্ছেন। পাশাপাশি উনাকে আটক করার পর উনার কাছ থেকে বাংলাদেশী নগদ ২৮ হাজার ত্রিশ টাকা সহ অনেক সামগ্রী উদ্ধার করে বিএসএফ জোয়ানরা।আজ বিকেলে বিএসএফ জোয়ানরা ওই বাংলাদেশী ব্যক্তিকে ইরানি থানার হাতে তুলে দেয় এবং বর্তমানে সৈয়দ ইরানি থানার হেফাজতে রয়েছে।
127