Home » “রাঁধুনি মিট ও ডিলার মিট – ২০২৫”

“রাঁধুনি মিট ও ডিলার মিট – ২০২৫”

by admin
  • লংতরাই-এর অনন্য আয়োজন
    কলকাতা, ৭ সেপ্টেম্বর ২০২৫: আজ ভাটপাড়া, জগতদলে পানিট্যাংকি কমিউনিটি হলে FMCG ব্র্যান্ড লংতরাই-এর বিশেষ আয়োজন “রাঁধুনি মিট ও ডিলার মিট – ২০২৫” সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিভাবান রাঁধুনিরা এবং লংতরাই-এর ব্যবসায়িক অংশীদার ডিলার ও ডিস্ট্রিবিউটররা।
    অনুষ্ঠানে রন্ধনশিল্পীরা নানান নতুন রেসিপি ও রন্ধনশৈলীর পরিবেশনা করেন, যা অতিথিদের মন জয় করে নেয়। অন্যদিকে ডিলারদের সঙ্গে আলোচনা হয় বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। রন্ধন ও ব্যবসার এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলে অভিনব ও ফলপ্রসূ বলে মনে করেন।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিনারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রবীন্দ্ৰ সিং, যিনি লংতরাই-এর এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে “লংতরাই পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে।” সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত ঘরু প্রসাদ, শ্রীযুক্ত রাজু আগারওয়াল ও শ্রীযুক্ত বিরু সাহু।
    কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর শ্রীযুক্ত রতন দেবনাথ, HR ম্যানেজার শ্রীমতি সুপ্রিয়া গোপ, এরিয়া সেলস ম্যানেজার শ্রীমতি অন্বেষা সিনহা সহ অন্যান্য কর্মকর্তাগণ।
    বিশেষভাবে উল্লেখযোগ্য, লংতরাই-এর ব্যবস্থাপনা পরিচালক রতন দেবনাথ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করেন। অতিথিরা তাঁর দূরদর্শী নেতৃত্ব, পরিশ্রম ও ভিশনের প্রশংসা করে জানান যে, তাঁর দিকনির্দেশনায় লংতরাই আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে।
    উল্লেখযোগ্য যে, ব্র্যান্ডটির শিকড় ত্রিপুরায়। স্থানীয় উদ্যোগ হিসেবে শুরু হয়ে আজ লংতরাই পশ্চিমবঙ্গসহ সমগ্র পূর্ব ভারতের বাজারে প্রতিষ্ঠিত। রতন দেবনাথের লক্ষ্য— ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডকে জাতীয় স্তরে FMCG শিল্পের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে রূপান্তরিত করা।
    অনুষ্ঠানে প্রায় ১৪০ জন রাঁধুনি, রিটেইলার, ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন এবং তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

You may also like

Leave a Comment