একটি জলাশয় থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ । ঘটনা সোমবার সকালে খোয়াই থানাধীন পদ্মাবিল ব্লকের রামচন্দ্রপাড়ায়। মৃত মহিলার বয়স হবে ষাটোর্ধ। ঘটনার বিবরণে জানা যায় যে, সমবার সকালে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে একটি জলাশয়ে ভাষমান অবস্থায় এক মহিলার মৃতদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পর্কে তারা গ্রামের মানুষদের জানায়। গ্রামের মানুষ খবর দেয় খোয়াই থানায়। খবর পেয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। তারা এসে গ্রামের মানুষকে মহিলার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু কেউই মহিলার পরিচয় দিতে পারেনি।শেষে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালে মর্গে। তিনদিন মর্গে রাখা হবে মহিলা মৃতদেহ । তিন দিনের মধ্যে কোন আত্মীয় পরিজন মহিলার মৃতদেহের দাবি না জানালে, সেটি মাটিচাপা দিয়ে দেওয়া হবে। সংবাদ লেখা অবদি মহিলার কোনো পরিচয় জানা যায়নি।
111