প্রতিনিধি,
বিশালগড়, ৩ এপ্রিল।। বিশালগড় বিধানসভার চন্দ্রনগরে একটি মহাশ্মশান এবং স্টিল ফুট ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব। এই দাবি দীর্ঘদিনের। অবশেষে দাবি পূরণের উদ্যোগ নিয়েছে বিধায়ক। সোমবার বিকালে বিধায়ক সুশান্ত দেব গ্রামোন্নয়ন দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিবাকর শীলকে নিয়ে চন্দ্র নগর গ্রামে যান। চন্দ্রনগর এবং লক্ষ্মীবিল গ্রামের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য বিজয় নদের ওপর একটি ফুট ব্রিজ নির্মাণ হবে। এতে দুই গ্রামের কৃষিজীবী মানুষ উপকৃত হবে। উৎপাদিত ফসল খুব সহজে বাজারজাত করতে পারবে। পরিদর্শনকালে স্থানীয় চাষীদের সঙ্গে কথা বলেন বিধায়ক সুশান্ত দেব। দ্রুত ফুট ব্রিজ নির্মাণ হবে বলে তিনি জানান। এছাড়া একটি মহাশ্মশান নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবিও পূরণ হবে। বিধায়ক সুশান্ত দেব জানান বিশালগড় বিধানসভার অনেক সমস্যা রয়েছে। উন্নয়ন শুধু শহরকেন্দ্রিক হবে না। গ্রামের উন্নয়ন মানেই শহরের উন্নয়ন। তাই গ্রামের মানুষের অতিগুরুত্বপূর্ন দাবি পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। সব কাজ একসঙ্গে করা সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে সকল কাজই হবে। তবে গ্রামের মানুষের মতামত নিয়ে কাজ হবে। তাই আজ গ্রামের মানুষের পরামর্শ নিতে এসেছি।
চন্দ্রনগরে ফুট ব্রীজ এবং মহাশ্মশানের দাবি পূরণের উদ্যোগ বিধায়কের
84