Home » রাতের অন্ধকারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে কৈলাসহরে

রাতের অন্ধকারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-আবারও রাতের অন্ধকারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে কৈলাসহরে।এমনকি রাতের অন্ধকারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে দলীয় কর্মী সমর্থকরা।ঘটনা কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়।সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে হাজির কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ,কৈলাসহর থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টি.এস. আর বাহিনী।আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষন এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা কৈলাসহরের ৫২-চন্ডিপুর বিধানসভা কেন্দ্র।কখন সিপিআইএম দলের প্রচার সজ্জা নষ্ট করা কখনো বা শাসক বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে।এবার সমরুরপার গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডে শাসক দল বিজেপির প্রচার সজ্জা রাতের অন্ধকারে নষ্ট করায় গ্রামের মূল সড়ক বন্ধ করে পথ অবরোধ শুরু করে শাসক দলের কর্মীরা।পথ অবরোধের ফলে দুই পাশেই আটকে পড়ে বহু গাড়ি।ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসন সেখানে গেলে বিজেপি কর্মীরা অবিলম্বে রাতের অন্ধকারে যারা বিজেপির প্রচার সজ্জা নষ্ট করেছে তাদের গ্রেফতারের দাবী জানায়।রাস্তা অবরোধের নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তথা সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান দিলীপ দাস,৫২-চন্ডীপুর মন্ডলের এস.সি মোর্চার সভাপতি দুলাল দাস,বিজেপি নেতা মনোজ কৈরী সহ আরও অনেকে।অবরোধ চলাকালীন উপ প্রধান দিলীপ দাস সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সোজাসুজি সিপিআইএম ও কংগ্রেস দলের পক্ষ থেকেই প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন। শান্ত পরিস্থিতিকে অশান্ত করতেই বিরোধী দলের পক্ষ থেকে এমন কাজ করা হচ্ছে বলে জানান। বিধানসভা ভোটের আগে রাতের অন্ধকারে দুস্কৃতিকারীরা শাসক দলের দলীয় প্রচার সজ্জা নষ্ট করায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। বিজেপি দলের প্রচার সজ্জা বিশেষ করে রাস্তার পাশে থাকা দলের সমস্ত ফ্লেক্স গুলো ছিঁড়ে ফেলে দেয় দুষ্কৃতকারীরা। ভোরবেলা দলীয় কার্যকর্তারা রাস্তায় বের হবার পর প্রচারসজ্জা ছেড়া দেখে কৈলাসহর থানায় খবর দেয়। অবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেফতার করা না হলে বিজেপি দল চুপ করে বসে থাকবে না বলেও হুসিয়ারী দেওয়া হয়। এই ধরনের ঘটনার অনতিবিলম্বে পুলিশ সক্রিয়তা না দেখালে দলীয় কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলবে বলেও জানান। উনি আরও বলেন যে, বিধানসভা ভোটের আগেই বিরোধী দল বুঝে গেছে সাধারণ মানুষ শাসক বিজেপি দলের পক্ষে রয়েছে। এটা বুঝতেই বিরোধী দলের পায়ের নিচের মাটি সরতে শুরু করেছে। যার ফলে বিরোধী দল দিশেহারা হয়ে গেছে। তাই রাতের অন্ধকারে এমন জঘন্য কাজ করছে বলে অভিযোগ। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের আশ্বাস পাবার পর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করার পর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং খুব শীঘ্রই এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে হবে বলে জানান ধ্রুব নাথ। উল্লেখ্য, গত এক সপ্তাহ পূর্বেও ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে শ্রীরামপুর এলাকায় রাতের অন্ধকারে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করা হয়েছিলো। পর পর ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রচার সজ্জা নষ্ট করায় যেকোনো মুহুর্তে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক ক্লেশ হতে পারে বলে অনেকেরই অভিমত।

You may also like

Leave a Comment