প্রতিনিধি , উদয়পুর :-
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উদয়পুর হরিয়ানন্দ স্কুল ময়দানে শরীর চর্চার জন্য জিমের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । প্রথমে হিন্দু শাস্ত্র মতে পুরোহিত দিয়ে পুজো অর্চনা করা হয়। পরে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাত ধরে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার বুল্টি দাস ,৩১ রাধাকিশোরপুর মন্ডলের মন্ডল সভাপতি প্রবীর দাস ও ২১ নং ওয়ার্ডের কাউন্সিলার মান্নান মিঞা সহ প্রমুখ । এদিনের অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে কৃষি মন্ত্রী বলেন , এলাকাবাসীদের সুবিধার্থে গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দপ্তর উদ্যোগে এই শরীর চর্চার জিমটি দেওয়া হয়েছে। বিগত দিনে এলাকার উন্নয়নে কখনো তৎকালীন সরকার কোন নজর দেয়নি । এর ফলে এই রাজ্যে উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি এলাকায় । মন্ত্রী বলেন , হরিয়ানন্দ স্কুল ময়দানে আগামী দিনে তৈরি হওয়ার ফলে শরীর গঠনে এলাকাবাসীদের অনেকটাই উপকারে আসবে । এদিন ভিত্তি প্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এলাকাবাসীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।