প্রতিনিধি কৈলাসহর:-আজ ৭ই জানুয়ারী পূর্ব ঘোষিত সূচী অনুযায়ী ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে এসেছে ভারতীয় জনতা পার্টির জনবিশ্বাস যাত্রার রথ।কুমারঘাট থেকে বিকেল ৩টা নাগাদ জনবিশ্বাস রথ ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে এসে বিধানসভা এলাকার চিরাকুটি এলাকায় বিজয় সংকল্প সমাবেশে সম্মিলিত হয়।এই সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত,প্রানী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান দাস,বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি পবিত্র দেবনাথ,যাদব লাল নাথ,বিজেপি চন্ডীপুর মন্ডলের সভাপতি শ্যাম কুমার সিনহা সহ অন্যান্যরা। চিরাকুটিতে জনসমাবেশ শেষে বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য,সংগঠন মন্ত্রী ফণীন্দ্র নাথ শর্মা,রাজ্য সহ-সভাপতি তাপস ভট্টাচার্য সহ অন্যান্যদের নেতৃত্বে রথ ৫৩-কৈলাসহর বিধানসভা কেন্দ্রে আসে।চলন্ত রথে এছাড়াও ছিলেন ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য নীতিশ দে, মহিলা নেত্রী চপলা রানী দেবরায়,বিজেপি কৈলাসহর মন্ডলের সভাপতি সিদ্ধার্থ দত্ত,ঊনকোটি জেলা যুব মোর্চা সভাপতি অরূপ ধর সহ অন্যান্যরা।রথের আগে সুসজ্জিত দুইটি হাতি ও যুব মোর্চার কর্মীরা বাইক র্যালী করে রথ ৫৩-কৈলাসহর বিধানসভা কেন্দ্রের পাইতুরবাজার এলাকায় আসার পর দলীয় কর্মীরা রথ কে বরন করে নেন।পাইতুরবাজার এলাকায় রথে থেকে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস ও সিপিআইএম দলের তীব্র সমালোচনা করেন।তিনি বলেন বিজেপি দল সব সময়ই বলে আসছে যে কংগ্রেস এবং সিপিআইএম দলের মধ্যে মিতালি রয়েছে।তিনি বলেন কৈলাসহরের মানুষ প্রস্তুতি নিয়ে রেখেছেন যে আসন্ন বিধানসভা ভোটে কৈলাসহর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। এটার প্রমান কৈলাসহরে আজকের রথযাএাকে কেন্দ্র করে যে পরিমান সাধারণ মানুষের উপস্থিত হয়েছেন তা থেকেই স্পষ্ট বুঝা যাচ্ছে। পাইতুরবাজার এলাকায় রাজীব ভট্টাচার্য বক্তব্য শেষে রথ কৈলাসহর শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে সন্ধ্যায় পুরাতন মোটরস্ট্যান্ডে এসে এক প্রকাশ্য জনসভায় মিলিত হয়ে আজকের রথযাত্রার সমাপ্তি ঘোষনা করা হয়।
128