ভুবনেশ্বরে জাতীয় স্তরের কলা উৎসবে তৃতীয় স্থান দখল করেছে রিয়া গাঙ্গুলী
২০২৩ সালের ৩ থেকে ৭ জানুয়ারী উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে জাতীয় স্তরের কলা উৎসব সম্পন্ন হয়েছে। ভুবনেশ্বরের রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশনে তিন জানুয়ারি ২০২৩ থেকে অনুষ্টিত হয়েছে এন সি ই আর টি আয়োজিত নবম থেকে দ্বাদশ শ্রেনীর ছেলে মেয়েদের নিয়ে জাতীয় স্তরের কলা উৎসব। এখানে মোট দশটি ক্যাটাগড়িতে ত্রিপুরা থেকে দশ জন ছাত্র ও দশ জন ছাত্রী অংশগ্রহণ করেছে। এখানে ভোকাল মিউজিক ক্লাসিকালে শ্রেয়া গোস্বামী ও দেবামাল্য রায়, ভোকাল মিউসিক ফোক এ অন্তরা দেবনাথ ও সৌরনীল পাল, ইন্সট্রুমেন্টাল মিউসিক পার্সেসিভ এ মেঘবর্ণা নন্দী ও পৃথ্বীরাজ বড়ুয়া, ইন্সট্রুমেন্টাল মিউসিক মেলোডিক এ রিয়া গাঙ্গুলি ও অভিনন্দন সরকার, ক্লাসিকাল ড্যান্সএ অস্মিতা রায় ও কৃশান দেবনাথ, ফক ড্যান্স এ পুষ্পিতা দেবনাথ ও প্রতীক দাস, ভিজ্যুয়াল আর্ট টু ডি তে মৌমিতা সরকার ও শাহিদ হোসেন, ভিজ্যুয়াল আর্ট থ্রি ডি তে সৌরমিতা চৌধুরী ও সুজন সুন্দর ভৌমিক, ইন্ডিজিনিয়াস গেইমস এন্ড টয়েস’এ ঋতুপর্ণা শীল ও সুশান্ত রূদ্র পাল, সোলো ড্রামাতে দিপালী নোয়াতিয়া ও সুব্রাশীষ ভট্টাচাৰ্য অংশগ্রহণ করে। ওরা প্রত্যেকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় প্রথম হয়ে এখানে এসেছে রাজ্যের প্রতিনিধি হয়ে। তাদের সাথে গাইড টিচার হিসেবে ছিলেন শিশু বিহার স্কুলের শিক্ষিকা নবনীতা চক্রবর্তী ও চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দেবরায়। এই কলা উৎসবে রাজ্যের হয়ে বেহালা বাদনে রিয়া গাঙ্গুলী তৃতীয় স্থান দখল করে রাজ্যের সুনাম বৃদ্ধি করেছে। তার এই সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশি তার স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল ও শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রিয়া গাঙ্গুলী এর আগে ‘সংগীত মিলন’ আয়োজিত ক্লাসিক্যাল ভয়েজ অব ইন্ডিয়া ২০২২’এ যন্ত্রসংগীতে প্রথম হয়েছিল। লক্ষ্ণৌতে আয়োজিত এই অনুষ্ঠান বিগত ৮-১০ ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। প্রথম হওয়ার পুরস্কার হিসাবে রিয়া সার্টিফিকেট, মেডেল ও নগদ পুরস্কার লাভ করেছিলেন। এর আগেও বিদ্যালয় শিক্ষা (সমগ্র শিক্ষা)’ বিভাগ আয়োজিত রাজ্যভিত্তিক কলা উৎসবে বেহালা বাদনে প্রথম হয়েছিল রিয়া। সিসিআরটি স্কলারশিপ প্রাপ্ত রিয়ার বেহালায় হাতে খড়ি রাজ্যের প্রখ্যাত বেহালা বাদক পন্ডিত সুবল বিশ্বাসের কাছে। বর্তমানে সে পন্ডিত সুবল বিশ্বাস ছাড়া ও উনার সুযোগ্য পুত্র ডঃ অনির্বান বিশ্বাসের কাছে তালিম নিচ্ছে। বিভিন্ন মঞ্চে বাজানোর পাশাপাশি রিয়া বিভিন্ন প্রতিযোগিতায় পুরষ্কার পেয়েছে।
ভুবনেশ্বরে জাতীয় স্তরের কলা উৎসবে তৃতীয় স্থান দখল করেছে রিয়া গাঙ্গুলী
153