প্রতিনিধি, বিশালগড়, ৭ জানুয়ারি ।। সিপাহীজলা জেলায় কয়েক দফায় অটো রিকশার পারমিট প্রদান করা হয়েছে। শনিবার আবারো নতুন করে ৩৬ জনের হাতে তুলে দেয়া হয় অটো রিকশার পারমিট। সিপাহীজলা জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে বিশ্রামগঞ্জ জেলা পরিষদের কনফারেন্স হলে বেকার যুবক যুবতীদের মধ্যে অটোর পারমিট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা পরিবহন দপ্তরের এম বি আই দীবাকর দাস প্রমুখ। জেলার বিভিন্ন ব্লকের মোট ৩৬ জন বেকার যুবক যুবতীদের মধ্যে অটোর পারমিট বিতরণ করা হয়েছে। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বেকারদের হাতে রোজগার দেওয়ার জন্য যাবতীয় প্রয়াস জারি রেখেছে। ঘরে ঘরে রোজগার দেওয়া সরকারের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়ন হচ্ছে। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি হচ্ছে। এর পাশাপাশি বিকল্প রোজগারের দিশা দেখাচ্ছে সরকার।
112
previous post