প্রতিনিধি মোহনপুর:-আসছে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির রাজ্য নির্বাচন প্রভারি ডঃ মহেশ শর্মা সিমনা এবং মোহনপুর বিধানসভা এলাকায় দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন। সিমনা বিধানসভা এলাকার দলীয় নেতৃত্ব দের নিয়ে পঞ্চবটি স্থিত কমিউনিটি হলে হয় বৈঠ। এই বৈঠকে আগামী পাঁচ তারিখ রথযাত্রা এবং বিধানসভা নির্বাচনের বিভিন্ন রণকৌশল নিয়ে আলোচনা করা হয়। গত বিধানসভা নির্বাচনে ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রটি শরিক দল আইপিএফটিকে ছেড়ে দিয়েছিল বিজেপি। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক পদত্যাগ করার পর শূন্য হয়ে রয়েছে আসনটি। তবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দল এই কেন্দ্রটি অতি সহজে ছেড়ে দেওয়ার মানসিকতা একেবারেই রাখছে না তা সাংগঠনিক কাজকর্ম থেকে পরিষ্কার। দল এই কেন্দ্রে নিজেদের ভিত মজবুত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এদিনের এই সভাতে দলীয় কর্মীদের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রণকৌশল দিলেন দলের নির্বাচন প্রভারই ডঃ মহেশ শর্মা। সভাতে উপস্থিত ছিলেন সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি অসিত রায়, জেলা প্রভারি, মন্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা এবং অন্যান্যরা।
অন্যদিকে মোহনপুর বিধানসভা এলাকার সমস্ত সাংগঠনিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের নিয়ে মোহনপুর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় নির্বাচনী সভা। এই সভাতে বিস্তারিত আলোচনা করেন দলের নির্বাচন প্রভারই ডঃ মহেশ শর্মা। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এবং সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। মোহনপুর বিধানসভা এলাকা ইতিমধ্যেই বিজেপির জন্য অত্যন্ত উর্বর ভূমি হয়ে রয়েছে। কিন্তু এরপরেও নির্বাচনে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এলাকার বর্তমান বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ। একই সুরে দলীয় নেতৃত্ব দের এদিন মনোবল বাড়ালেন ডঃ মহেশ শর্মা।
সিমনা ও মোহনপুরে দলীয় নেতৃত্বদের নিয়ে নির্বাচনী বৈঠক নির্বাচন প্রভারীর
117