Home » ৩০ বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় বাগমা বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

৩০ বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় বাগমা বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

by admin

উদয়পুর প্রতিনিধি

৩০ বাগমা ব্লক কংগ্রেসের উদ্যোগে সোমবার সন্ধ্যায় বাগমা বাজারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এই বিক্ষোভ মিছিলে উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন । এদিন বিক্ষোভ মিছিলটি দলীয় কংগ্রেস ভবন থেকে বের হয়ে বাগমা বাজারের বিভিন্ন ছোট বড় বাজার গুলিতে মিছিলের মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন । মিছিল শেষে বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের । পথসভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল তীব্র আক্রমণ শানান শাসকদলের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন শাসক দলীয় গ্রাম পঞ্চায়েতে প্রধান কে । একই সাথে বাগমা বিভিন্ন গ্রামীণ এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা যেভাবে বিরোধীদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে সেসব বিষয়গুলি নিয়েও আক্রমণ শানান তিনি । একই সাথে বাগমা ফাঁড়ি থানার পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ ব্যক্ত করেন টিটন পাল । এই দিনের পথসভা ও মিছিল কে কেন্দ্র করে যুব কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment