কল্যাণপুর প্রতিনিধি:
গোটা রাজ্যেই এই সময়ের মধ্যে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে আজ কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত রাম বাবু সম্পাদক পাড়া উচ্চ বিদ্যালয়ে এক দিবসীয় ব্লক ভিত্তিক প্রতি ঘরে সুশাসন শীর্ষক বিশেষ শিবির অনুষ্ঠিত হয়।
এই শিবিরে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য পিনাকি দাস চৌধুরী, অন্যান্য বিশিষ্টজনদের মাঝে উপস্থিত ছিলেন কল্যাণপুর আর ডি ব্লকের চেয়ারম্যান সোমেন গোপ, ছিলেন ভাইস চেয়ারম্যান রাজীব পাল, ডিসিএম অঞ্জন কুমার দাস, ব্লক সম্প্রসারণ আধিকারিক কৌশিক দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
গোটা কর্মসূচির শুরুতেই প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নিরানব্বই তম জন্ম জয়ন্তীতে উনার প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ রাখেন কল্যাণপুর ব্লক সম্প্রসারণ আধিকারিক কৌশিক দেববর্মা। শ্রী দেববর্মা আশাবাদ প্রকাশ করে বলেন এই শিবির থেকে এলাকার মানুষ বিভিন্ন প্রকারের প্রশাসনিক সুবিধা গ্রহণ করতে পারবেন।
এই সুশাসন শিবিরে আলোচনা করতে গিয়ে ডিসিএম অঞ্জন কুমার দাস দাবি করেন বর্তমান সময়ে প্রশাসন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে মানুষের দরজায় হাজির হচ্ছে, সাধারন মানুষকে প্রশাসনের সাথে সহযোগিতা করে বিভিন্ন প্রকারের সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য সুশাসন শিবির থেকে আবেদন রাখেন অঞ্জন কুমার দাস।
সুশাসন শিবিরে আলোচনা করতে গিয়ে কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ দাবি করেন বিগত সতের সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যের সাথে সাথে কল্যাণপুর ব্লকের বিভিন্ন জায়গায় সুশাসনের কাজ এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। এই সময়ের মধ্যে সুশাসনের অঙ্গ হিসেবে গোটা কল্যাণপুর এর বিভিন্ন জায়গায় পানীয় জলের সম্প্রসারণ সহ সার্বিক ক্ষেত্রে উন্নতি হয়েছে বলে শ্রী গোপ দাবি করেন এবং আগামী দিনও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে বলে সোমেন গোপ আশা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উদ্বোধক পিনাকি দাস চৌধুরী দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী নতুন ভারত তৈরীর অন্যতম রূপকার হিসেবে আখ্যায়িত করেন। সুশাসন নিয়ে বলতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন বর্তমান সময়ে প্রকৃত অর্থেই সুশাসন চালু রয়েছে বলে এই ব্লক এলাকা এত তারা রাজ্যের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান পাল্টে গেছে। তিনি দাবি করেন অটল বিহারী বাজপেয়ীর দেখানো পথে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকার বিভিন্ন প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন সহ সমস্ত অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের নিরন্তর হবে কাজ করে চলেছে, এই মঞ্চে আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দীর্ঘ আরাই দশকের বাম শাসন কে কটাক্ষ করতে গিয়ে বলেন আগেও মন্ত্রী ছিলেন আগেও বিধায়করা ছিলেন কিন্তু এলাকার মানুষের কথা চিন্তা না করে শুধুমাত্র লড়াই আন্দোলনের নামে মানুষকে বিভ্রান্ত করে গেছেন। প্রয়াত জননেতা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেইকে আজকের এই সুশাসন ক্যাম্পে দাঁড়িয়ে প্রকৃত গরিব মানুষের নেতা হিসেবে আখ্যায়িত করলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
এই সুশাসন কর্মসূচিতে এলেন দক্ষিণ গিলাতলী গাউসভার ৭৮ জনজাতি অংশের সুবিধা ভোগীর হাতে সুতা তুলে দেওয়া হয়, ৬৫০ জন রেগা শ্রমিকের হাতে গামলা তুলে দেওয়া হয় এবং এলাকার নির্বাচিত ১০ জন কৃষকের হাতে স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।
গোটা অনুষ্ঠান ঘিরে রামবাবু সম্পাদক পাড়া উচ্চ বিদ্যালয়ের চত্বরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।
অটল বিহারী ই গরিবের প্রকৃত নেতা, সুশাসন শিবিরে বললেন বিধায়ক পিনাকী
114
previous post