প্রতিনিধি, বিশালগড়, ২৫ ডিসেম্বর।। বিশালগড়
আনন্দ মার্গ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । রবিবার কড়ুইমুড়া মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় মোট ছাপ্পান্নটি ইভেন্টে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। সকাল নয়টায় আনন্দমার্গ স্কুলের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তিজীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের চেয়ারম্যান ননীগোপাল দেবনাথ । প্রদীপ্র প্রজ্জ্বলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের সচিব তরুণ কান্তি দেবনাথ ।এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার ক্রীড়া আধিকারিক প্রবীর দেববর্মা ,স্কুলের ভাইস চেয়ারম্যান শিবসজল ভৌমিক, প্রিন্সিপাল প্রাণগোপাল গোস্বামী সহ অন্যান্যরা ।প্রধান অতিথি তার ভাষনে শিশুদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্যে যোগাসন ব্যায়াম ও খেলা ধূলার প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দিতে অভিভাবকদের আহ্বান জানান। ছাত্রছাত্রীদের দ্বারা প্রদর্শিত পিটি ও রিদমিক যোগা অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর কাড়ে । শেষে বিজয়ীদের হাত পুরস্কার তুলে দেন অতিথিরা।
বিশালগড় আনন্দমার্গ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
82
previous post