প্রতিনিধি,গন্ডাছড়া 25 ডিসেম্বর:- প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে আগামী ১ বছর পর্যন্ত ৮১.৩৫ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে মোদী সরকার। তারই অঙ্গ হিসাবে রাইমাভ্যালি মণ্ডল তপশিলি জাতি মোর্চার উদ্যোগে সরমা বাজারে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এক রেলি ও পথসভার আয়োজন করা হয়। এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল এক রেলি সরমা কার্যালয় থেকে শুরু হয়ে সরমা বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে মধ্য বাজারের মগ পাড়া চৌমুহনীতে এসে পথ সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মন্ডল সম্পাদক সমীর দাস, কিষান মোর্চা রাজ্য কমিটির সদস্য গোপাল সরকার,তপশিলি জাতি মোর্চার সভাপতি অতীশ চন্দ্র দাস , ওবিসি মোর্চার সভাপতি নির্মল সরকার ,বিস্তারক প্রেমলাল রিয়াং সহ অন্যান্য রাষ্ট্রবাদি সৈনিকরা। সেখানে বক্তারা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের একের পর এক জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য বিজেপি সরকারকে ধন্যবাদ জানিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন।
সরমা বাজারে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এক রেলি ও পথসভার আয়োজন করা হয়।
by admin
written by admin
109