প্রতিনিধি, বিশালগড় , ২৪ ডিসেম্বর ।। ঘরে ঘরে সুশাসন কার্যক্রমের অঙ্গ হিসাবে চড়িলামের প্রতি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম দিবস। শনিবার চড়িলাম ব্লকের আড়ালিয়া এবং মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েতে গ্রাম দিবস উদযাপন করা হয়। শনিবার দু’টি গ্রাম পঞ্চায়েতে গ্রাম দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন । এছাড়া উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সদস্য কাকলী দেব, আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যম সরকার , সমাজসেবী আবুল হুসেন প্রমুখ । এদিন আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭০ জন এবং মধ্য ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ২৫ জন প্রবীণ নাগরিককে সংবর্ধনা জ্ঞাপন করেন উপমুখ্যমন্ত্রী। এছাড়া আড়ালিয়া স্কুলের ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। ভাষণে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন উন্নত গ্রাম হলেই উন্নত ভারত হবে। তাই বর্তমান সরকার গ্রামের উন্নয়নে অধিক গুরুত্ব দিয়েছে। পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে গ্রামের মানুষের রোজগার বৃদ্ধি করার জন্য কাজ করছে সরকার। গ্রামের কৃষকদের কাছ থেকে ধান কিনছে সরকার। বিগত সরকার শুধু কিনতে হবে বলে স্লোগান দিয়েছে। আমরা স্লোগানে বিশ্বাস করিনা। কাজে বিশ্বাস করি। গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রোজগারের ব্যাবস্থা করা হচ্ছে। গ্রামের সকলের প্রয়াসে গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
130
previous post