Home » ট্রিপারের ধাক্কায় জখম তিন বাইক আরোহী

ট্রিপারের ধাক্কায় জখম তিন বাইক আরোহী

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৪ ডিসেম্বর।।

ট্রিপারের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছে তিন বাইক আরোহী । ঘটনাটি ঘটে শনিবার বিকাল তিনটায় জাতীয় সড়কের চড়িলাম পরিমল চৌমুহনীতে। জানা যায়, তিন যুবক বাইকে চেপে চড়িলামের ফকিরামুড়া থেকে পরিমল চৌমুহনীতে জাতীয় সড়কে উঠা মাত্রই টি আর ০১ এবি ১৮৫৭ নম্বরের ট্রিপারের সঙ্গে ধাক্কা খায়। জাতীয় সড়কে ছিটকে পড়ে তিন যুবক। বাইকটি দুমড়ে মুছরে যায়। স্থানীয়রা খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল নিয়ে যায়। আহতরা হলেন রামু দাস (৩৪), প্রসেনজিৎ দাস (৩৩) এবং দীপক দেবনাথ (২৫)। এদের মধ্যে প্রসেনজিৎ দাসের অবস্থা আশাঙ্কাজনক। বিশ্রামগঞ্জ হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর প্রসেনজিৎ দাস এবং রামু দাসকে জিবিপি হাসপাতালে রেফার করে দেন। ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানার পুলিশ। ট্রিপার গাড়ি এবং বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।

You may also like

Leave a Comment