প্রতিনিধি, উদয়পুর :-
মঙ্গলবার বিকেল চারটায় মাতাবাড়ি হোলাক্ষেত গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওড়ামুড়া গ্রামের বাসিন্দা তথা নেশা দ্রব্য পাচারকারী প্রসেনজিৎ দেবনাথের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় রাধাকিশোরপুর থানার পুলিশ । এদিন বিকেলে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশ তল্লাশি চালিয়েছে। পুলিশ তল্লাশি চালিয়ে , প্রসেনজিৎ এর বসত ঘর থেকে ৫০ কার্টুন এসকফ সিরাপ উদ্ধার করে । তার মধ্যে ৭ হাজার ৯৭০ টি বোতল বাজেয়াপ্ত করে পুলিশ । থানার ওসি জানায়, এই এসকফ সিরাপের বাজার মূল্য প্রায় ৩১ লক্ষ টাকার উপরে । নেশা পাচারকারী প্রসেনজিতের মা সংবাদ মাধ্যমকে জানান , মঙ্গলবার সকালের দিকে প্রসেনজিৎ দেবনাথ তার ভাগিনাকে নিয়ে দুইজন একসাথে মিলে এই নেশার কার্টুন গুলি বাড়িতে নিয়ে আসে । আজকে সকালেই গাড়ি ভর্তি করে আনা হয়েছিল এই নেশা দ্রব্য গুলি । কিন্তু প্রসেনজিতের মা এই বিষয়ে সম্পূর্ণ মুখ না খুললেও পুলিশের প্রাথমিক অনুমান গোটা বিষয়ে প্রসেনজিতের মা অবগত রয়েছে । মঙ্গলবারে বিকেলে পুলিশ তার বাড়িতে অভিযান চালালেও প্রসেনজিৎকে আটক করতে পারেনি পুলিশ । পুলিশ জানিয়েছে সে সময় পুলিশ বাড়ি থেকে গা ঢাকা দেয় । গ্রামবাসী সূত্রে খবর , প্রতিদিন প্রসেনজিতের বাড়িতে নানা ধরনের লোক আসা-যাওয়া করে। শুধু তাই নয় রাতের অন্ধকারে এই বাড়িতে বহু জায়গার গাড়ি সরাসরি বাড়িতে প্রবেশ করে দীর্ঘক্ষন থাকার পর গাড়ি গুলি গভীর রাতে আবার তার বাড়ি থেকে রওনা দেয় । গ্রামবাসীদের একাংশ ধারণা এই ঘটনা চক্রের সাথে আরো বহু জন জড়িত থাকতে পারে বলে গ্রামের একাংশ মানুষের ধারণা । এইদিকে এসকফ সিরাপ পুলিশ আটক করার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে রাধাকিশোরপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী । পরবর্তী সময়ে পুলিশ প্রসেনজিতের বাড়ি থেকে এই পঞ্চাশ কার্টুন এসকফ সিরাপ , টিআর০১ এ- কে ৬৮৪৬ নম্বরের একটি মোটর বাইক আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে । নেশা পাচারকারী প্রসেনজিৎ দেবনাথের বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী পুলিশের হাতে আটক হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মাতাবাড়ি পাওড়ামুড়া গ্রামজুড়ে ।