প্রতিনিধি, বিশালগড়, ২০ ডিসেম্বর ।। ৩১৮ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা পেলেন নয় কোটি টাকা। মহিলাদের স্বনির্ভর করতে এই ঋণ প্রদান করা হয়েছে। মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের ৪৭ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে বিশ্রামগঞ্জের সুর সম্রাট শচীন দেববর্মন সংস্কৃতি কলা কেন্দ্রে একমেগা ঋণদান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মহেন্দ্র সিং, বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধাংশু দাস বৈষ্ণব প্রমুখ । অনুষ্ঠানে ৩১৮ জন গ্রাহকদের মধ্যে নয় কোটি টাকা ঋণের মঞ্জুরীপত্র প্রদান করা হয়। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন ভাষণে বলেন প্রতি ঘরে রোজগার দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি পূরণ করতে আন্তরিক ভাবে কাজ করছে সরকার। রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা নয় গুণ বেড়েছে। প্রায় সাড়ে তিন লাখ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে। তাদের বিভিন্ন বৃত্তিমূলক কারিগরী প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় ঋণ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে কোন গ্যারান্টারের প্রয়োজন নেই। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক কতৃপক্ষ সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন একসময় মহিলারা মাইক্রো ফাইনান্সের ঋণের চক্রজালে আবদ্ধ ছিল। বর্তমানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা দেয়া হয়েছে। স্বল্প সুদে ঋণ নিয়ে মহিলারা ছোট ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হচ্ছে।
98