Home » আনারস চাষীদের মধ্যে আনারস চারা বিতরন করে সেবা ইন্টারন্যাশনাল সংস্থা

আনারস চাষীদের মধ্যে আনারস চারা বিতরন করে সেবা ইন্টারন্যাশনাল সংস্থা

by admin

ধর্মনগর প্রতিনিধি।
আনারস চাষীদের মধ্যে আনারস চারা বিতরন করে সেবা ইন্টারন্যাশনাল সংস্থা। লংতরাইভ্যালী মহকুমার নালকাটা ও কাঞ্চনছড়া ভিলেজে চাষীদের নিয়ে কৃষক কল্যানে এক মহতি অনুষ্ঠানের আয়োজন করে এই সংস্থা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী রাহুল দেববর্মণ এবং দ্বীপশঙ্কর ত্রিপুরা। অতিথিরা বিজ্ঞান সম্মত পদ্ধতিতে আনারস চাষের মাধ্যমে আনারস চাষীরা কিভাবে উপকৃত হবে সে বিষয়ে আলোচনা রাখেন। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সেবা ইন্টারন্যাশনাল আনারস চাষ প্রকল্পের অন্তর্গত ২৫ জন আনারস চাষীদের মধ্যে জন প্রতি ৪০০০ করে আনারসের চারা (সাকার) বিতরণ করে। সংস্হার লংতরাইভ্যলী মহকুমার ইনচার্জ ইন্দ্রজিৎ ত্রিপুরা জানান সেবা ইন্টারন্যাশনাল আশাবাদী যে এই প্রয়াস আনারস চাষীদের বিজ্ঞান সম্মত পদ্ধতিতে আনারস চাষের চলার পথকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি আগামীদিনে চাষাবাদের সাথে জড়িত কৃষকদের নিয়ে কাজ করার বিভিন্ন পরিকল্পনা রয়েছে সংস্থার।

You may also like

Leave a Comment