Home » পহরমুরা বাজারের এক দোকান ঘরের দরজা তালা কেটে চুরি

পহরমুরা বাজারের এক দোকান ঘরের দরজা তালা কেটে চুরি

by admin

পহরমুরা বাজারের এক দোকান ঘরের দরজা তালা কেটে চুরি —:খোয়াই মহকুমায় প্রতিদিনের স্বাভাবিক আইন শৃঙ্খলা এখন প্রশ্নের মুখে।বিঘ্নিত মানুষের নিরাপত্তা।মানুষের জান মালের কোন নিশ্চয়তা নেই।
বুধবার রাতে খোয়াই থানাধীন পহরমুরা বাজারের এক ভূষি মালামালের দোকানে হানা দেয় চোরের দল।দোকানঘরের দরজা তালা ভেঙে চোরেরা দোকান থেকে হাতিয়ে নেয় ষাট থেকে সত্তর হাজার টাকার মালামাল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতি বার সকাল ছয়টা নাগাদ এক প্রাতঃ ভ্রমণকারী দোকানের মালিক নিখিল পালকে জানায় দোকান ঘরের দরজা খোলা।নিখিল পাল ঘুম থেকে উঠে দোকানের ভেতরে প্রবেশ করে দেখে মূল্য বান সামগ্রীর নেই। এরপর খবর দেওয়া হয় খোয়াই থানাতে। পুলিশ ঘটনাস্থলে এসে দোকানের মালিক নিখিল পালের সাথে কথা বলে।চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই চুরির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য।

You may also like

Leave a Comment