বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়ের হাত ধরে প্রদীপ প্রজননীর মাধ্যমে উদ্বোধন হয়ে গেল দুদিন ব্যাপী বিজ্ঞান, গণিত এবং পরিবেশ বিষয়ক মেলার। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পৌরপরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, মেলার কনভেনার বাদল ভট্টাচার্য সহ খোয়াই জেলা শিক্ষা আধিকারীক
মিহির দেবনাথ সহ অন্যান্যরা। পরবর্তীতে সরকার পক্ষের মুখ্য সচেতন কল্যাণী রায় সহ অন্যান্য অতিথিরা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন মডেল গুলি ঘুরে দেখেন। এদিন খোয়াই জেলা থেকে মোট ৫৫টি স্কুলের ৫৮টি মডেল অংশগ্রহণ করে। উল্লেখ থাকে যে, দুদিন ব্যাপী বিজ্ঞান, গণিত এবং পরিবেশ বিষয়ক মেলায় সাংস্কৃতিক মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন
দুদিন ব্যাপী বিজ্ঞান, গণিত এবং পরিবেশ বিষয়ক মেলার খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে
96