প্রতিনিধি, উদয়পুর :- প্রতিদিন বন দস্যুরা বনজ সম্পদ ধ্বংস করে ফেলছে গোটা গোমতী জেলা জুড়ে । এর ফলে ধীরে ধীরে জঙ্গলের পরিমাণ কমছে প্রতিনিয়ত । কখনো দিনের আলোতে , আবার কখনো রাতের অন্ধকারে এই ধরনের বনজ সম্পদ গুলি কেটে দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে গর্জি ফাঁড়ি থানা ও গর্জি বিট অফিসের যৌথ অভিযান চালানো হয় । দাতারাম বটতলী গ্রামীন এলাকায় গোপন রাবার বাগানে অভিযান চালিয়ে সেগুন ও শাল কাঠ বাজেয়াপ্ত করে বনদপ্তর। যৌথ অভিযান টের পেয়ে বনদস্যুরা মূল্যবান কাঠ ফেলে চলে যায়। বনদপ্তরের কর্মীরা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরে কাঠ গুলিকে বাজেয়াপ্ত করে গর্জি বিট অফিসে নিয়ে আসে। বনদপ্তরের আধিকারিক জানান , প্রায় ৪২ ফুট কাঠ বাজেয়াপ্ত করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকার উপর । বনদপ্তরের এই ধরনের অভিযান আগামী দিনেও জঙ্গলকে বাঁচাতে জারি থাকবে প্রতিনিয়ত পেট্রোলিং । এমনটাই জানান বন আধিকারিক ।
66
previous post