24
প্রতিনিধি, উদয়পুর :- দীর্ঘদিন পর রাধাকিশোরপুর থানা নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে । রবিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে রাধাকিশোরপুর থানার পুলিশ মাতাবাড়ি ড্রপ গেইট এলাকার বাসিন্দা রাজু দেবনাথ এর বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ বাজেয়াপ্ত করে থানার সেকেন্ড ওসি সমর দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । পুলিশ তার গোপন খবরের মাধ্যমে এই অভিযান সংগঠিত করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজ বাড়ি থেকে পালিয়ে যায় অবৈধ মদ বিক্রেতা রাজু । পরে পুলিশ বাজেয়াপ্ত মদ উদ্ধার করে থানায় নিয়ে আসে । পুলিশ জানায় বাজেয়াপ্ত মদের বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকার উপর । দীর্ঘদিন পরে রাধাকিশোরপুর থানার পুলিশ সাফল্য পাওয়াতে কিছুটা হলেও অবৈধ মদ ব্যবসায়ীদের মনে ভয়ের পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করছে পুলিশ মহল ।