প্রতিনিধি মোহনপুর:- মোহনপুরের দেবাপুর গ্রামে স্বপ্না ওড়াং খুনের ঘটনায় গ্রেফতার তার স্বামী কান্তি দেববর্মা। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ। পুলিশের আবেদন মূলে আগামী সাত দিনের জন্য অভিযুক্তকে পুলিশ সীমানরে পাঠায় আদালত। তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের ঘটনার সত্যতা স্বীকার করেছে কান্তি দেববর্মা।
গত ২৬ তারিখ সিধাই থানার অন্তর্গত দেবাপুর গ্রামের স্বপ্না ওড়াং নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হয়। দেহে আঘাতে চিহ্ন পাওয়া যায়। ঘটনার তদন্ত নেমে স্বামী কান্তি দেববর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পাঠানো হলে, ৭ দিনের জন্য তাকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। জানা গেছে গত ২৬ তারিখ পাশের বাড়িতে স্বামী স্ত্রী এবং অপর একজন মদ্য পানের আসরে বসে। দীর্ঘ সময় মদ পান করার পর গভীর রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে যায় স্বপ্না। অনেক চেষ্টা করেও তার স্বামী ক্রান্তি দেববর্মা তাকে উঠিয়ে নিতে সক্ষম হয়নি। অবশেষে রাগে পিচের রাস্তায় স্বপ্নার মাথা বেশ কয়েকবার আঘাত করেছে। তাতে মৃত্যু হয়েছে তার। কিন্তু এই বিষয়টি বুঝতে পারেনি কান্তি দেববর্মা। তাকে টেনে হিচড়ে ঘরের বিছানায় নিয়ে শুইয়ে দেয়। পরদিন সকালে স্ত্রীর মৃতদেহ দেখতে পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সে। তবে এই ঘটনার পেছনে অন্য আর কারোর হাত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
দেবাপুর গ্রামে স্বপ্না ওড়াং খুন কাণ্ডে অভিযুক্তকে ৭ দিনের রিমান্ডে পাঠালো আদালত
45
previous post