প্রতিনিধি, বিশালগড়, ।। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ গাড়ি আটক করেছে বিশালগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে কমলাসাগর বিধানসভার গোকুলনগরে। এদিন গোপন তথ্যের ওপর ভিত্তি করে বিশালগড় থানার ওসি সনজিৎ সেন পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায় জাতীয় সড়কের গোকুলনগরে। ওসি সহ পুলিশ কর্মীরা ছিল সাধারণ পোশাকে। এমন সময় সাদা রঙের বাতানুকূল গাড়িটি মধুপুরের দিকে রওনা দেয়। পুলিশ গাড়িটি আটক করে ডিসিএম প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে তল্লাশি শুরু করে। তল্লাশিতে চারটি প্লাস্টিকের ব্যাগে শুকনো গাঁজা উদ্ধার হয়। গাঁজার মোট ওজন ৫২.৫ কেজি। উদ্ধারকৃত গাঁজা এবং গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়ির চালক আশিস দাস কে আটক করা হয়েছে। ওসি সঞ্জিত সেন জানান এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। ধৃত গাড়ি চালকে জিজ্ঞাসাবাদ করে গাঁজা কারবারিদের নাম জানা যাবে। পরবর্তী সময়ে তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
58