92
- নেশা বিরোধী অভিযানে নেমে ত্রিপুরা পুলিশ আবারও সাফল্য পেয়েছে। খোয়াইয়ের লালছড়া এলাকার ড্রাগ মাফিয়া দীপঙ্কর দাসের বাড়ি থেকে নেশা সামগ্রী সমেত এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ড্রাগ মাফিয়াকে জালে তুলতে অক্ষম হয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর ছিল খোয়াইয়ের লালছড়া এলাকার দীপঙ্কর দাস আবারো রমরমা নেশার কারবার শুরু করেছে। আজ বিকাল চারটা নাগাদ খোয়াই সুভাষ পার্ক ফাঁড়ির ওসি রণজিৎ সরকারের নেতৃত্বে দীপঙ্কর দাসের বাড়িতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তল্লাশি শুরু করে। পুলিশ তল্লাশি করে 962 কোটা হিরোইন ও ১২০টি ইয়াবা ট্যাবলেট এবং সাতটি মোবাইল কিছু নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। পুলিশের তল্লাশি অভিযানের সময় বাড়িতে থাকা আরো কয়েকজন নেশা কারবারি সহ বাড়ির মালিক দীপঙ্কর দাস পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সুব্রত সরকার নামে এক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়েছে। পুলিশ নেশার নির্দিষ্ট ধারায় বাড়ির মালিকের বিরুদ্ধেও একটি মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে।