প্রতিনিধি, উদয়পুর : উদয়পুর শহর ও তার গ্রামীণ এলাকায় বেড়ে চলেছে নেশার রমরমা বাণিজ্য । এর ফলে সর্বসান্ত হচ্ছে যুবসমাজ । সবকিছু জেনেশুনেও নীরব দর্শকের মত তার ভূমিকা পালন করছে রাধা কিশোরপুর থানার ওসি বাবুল দাস । পুলিশ সূত্রে জানা যায় , থানার ওসি দু -একদিনের জন্য ছুটিতে গিয়েছে । এর মধ্যেই থানার সেকেন্ড ওসি নেশা বিরোধী অভিযানে ব্যাপকভাবে সাড়া ফেলেছে । এবার গোপন খবরের ভিত্তিতে থানার সেকেন্ড ওসি সমর দাস সোমবার রাত থেকে নেশা বিরোধী অভিযান চালানো শুরু করেছে। কখনো ফুলকুমারী এলাকার বাসিন্দা রাজীব দে বাড়ি থেকে বিলিতি মদ উদ্ধার করেছে । অন্যদিকে পাঁচজন ড্রাগসের নেশা কারবারিকে সোনামুড়া চৌমুহনী এলাকা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায় । রাতভর হয় নেশা বিরোধী অভিযান । যেভাবে রাধা কিশোরপুর থানার পুলিশ নেশা বিরোধী অভিযান শুরু করেছে থানার সেকেন্ড ওসি সমর দাসের নেতৃত্বে । তাতে করে স্বস্তি নেমেছে উদয়পুর বাসীদের মধ্যে ।
77
previous post