প্রতিনিধি, উদয়পুর : শারদীয় ও দুর্গোৎসব উপলক্ষে উদয়পুরে এগিয়ে চলো সামাজিক সংস্থা-র প্রাঙ্গনে সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক আলোচনা বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ক্লাবের সদস্যরা । মঙ্গলবার দুপুরে এগিয়ে চলো সামাজিক সংস্থা-র পূজা কমিটির সভাপতি প্রশান্ত রায় জানান অন্যান্য বছরের ন্যায় এই বছরও সার্বজনীন দুর্গা উৎসব পালন করা হবে পোল্ট্রি রোড এলাকায় । কিন্তু এই বছর ভয়াবহ বন্যার কারণে কোন ধরনের বড় বাজেটের পূজো করা হচ্ছে না। তার কারণ বন্যার ফলে এলাকায় ভীষণ ক্ষতির শিকার হয়েছে। এলাকাবাসীদের সাহায্যতে যে চাঁদা তোলা হবে তার থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিকভাবে সাহায্য করা হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ । সেই সাথে পূজোর তিনদিন থাকবে নানা সংস্কৃতি অনুষ্ঠান। এছাড়া আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে রক্তদান শিবির । এমনটাই জানান ক্লাব সম্পাদক বিপ্লব দাস।
70