ধর্মনগর প্রতিনিধি।
শনিবার কান্নায় ভেঙ্গে পড়ল তৃতীয় লিঙ্গের মানুষ মাধবী দাস। তার তার ঘরে কিছুই নেই ,এমনকি মোবাইল পর্যন্ত নেই, নিয়ে গেছে চোরের দল। ঘটনায় জানা যায় তৃতীয় লিঙ্গের মানুষ মাধুরী দাস যাদের অন্যের উপরে জীবন যাপন সে একটা বাড়ি বানিয়েছে ধর্মনগর রেলগেট সংলগ্ন সিগন্যাল বস্তিতে। গতকাল তার ঘরে চোরের দল হানা দিয়েছে এ খবর পেয়ে সে আগরতলা থেকে ট্রেনে দুইটা নাগাদ ধর্মনগর আসে। এসে সরাসরি তার ঘরে একজনকে নিয়ে প্রবেশ করে এবং কান্নায় ভেঙ্গে পড়ে। কয়েকদিনের জন্য মাধুরী আগরতলা গিয়েছিল কিন্তু খবর আসে তার ঘরে চোরের দল হানা দিয়েছে। তার ঘরে যা যা রয়েছে সর্বস্ব তোলপাড় করে এমনকি মোবাইল অলংকার সর্বস্ব নিয়ে গেছে চোরের দল। শনিবার সে এসে ধর্মনগর থানায় একটি ডায়েরি করে এবং কান্নায় ভেঙ্গে পড়ে। তার কথায় তাদের জীবন হচ্ছে মানুষের করুণার উপর নির্ভরশীল এই করুণার ওপর নির্ভরশীল জীবনে যদি কেউ চুরি করে সর্বস্ব নিয়ে যায় তার আর সারা জীবনের কিছুই থাকে না। একই রাতে চোরের দল হানা দেয় কলেজ রোড শুভদীপ নাথের দোকানে। সেখানে টিন কেটে দোকানের ভিতর প্রবেশ করে মূলত নগদ টাকা তার কাছে ৬০ থেকে ৭০ হাজার টাকার মতো ছিল সেই টাকা নিয়ে পালায়। সে ধর্মনগর থানায় সম্পূর্ণ ঘটনা জানিয়েছে এবং ধর্মনগর থানা থেকে একদল পুলিশ সম্পূর্ণ ঘটনা পর্যবেক্ষণ করে এসেছেন। একের পর এক ধর্মনগরের চুরি হচ্ছে আর পুলিশ বাবুরা পর্যবেক্ষণ করে দায় সারা কাজ করছেন বলে অভিযোগ।
ধর্মনগরে চোরের দল রক্ষা করল না তৃতীয় লিঙ্গের মানুষদের ও।
115
previous post