প্রতিনিধি কৈলাসহর:-আজ দুপুর ১২টা নাগাদ ভারতীয় জনতা যুব মোর্চা চন্ডিপুর মন্ডলের উদ্যোগে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল উত্তীর্ণ প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে সংবর্ধিত করা হয়েছে।নব স্বপ্নের উড়ান শীর্ষক ভাবনায় গোটা রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই যুব মোর্চার তরফ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হচ্ছে।আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিপুরের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।সভাপতিত্ব করেন যুব মোর্চার মন্ডল সভাপতি বাবলু দেব।এছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা,রাজ্য কমিটির সদস্য বিমল কর,জেলা সাধারণ সম্পাদক পিন্টু ঘোষ, যুব মোর্চার প্রদেশ মুখপাত্র তথা ঊনকোটি জেলা প্রভারী অম্লান মুখার্জি,আইনজীবী সন্দীপ দেব রায় ও মণ্ডল সহ-সভাপতি হিমাংশু দাস। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।উদ্বোধনী সংগীত পরিবেশন করে গীতবিতান সংগীত সংস্থার শিল্পীবৃন্দ।মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন এবং সেকেন্ড ডিভিশন পেয়েছে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা তাদেরকেই এই মঞ্চ থেকে সংবর্ধিত করা হয়। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন,এখন থেকেই ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।কলেজ বাছাই এর ক্ষেত্রে সরকারি কলেজ ব্যতীত বেসরকারী ক্ষেত্রে জেনে শুনে খোঁজখবর নিয়ে পছন্দের বিষয় রয়েছে কিনা সে সবগুলো জানার পর কলেজ স্তরে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন।তিনি বলেন সরকারি চাকরির আশায় বসে না থেকে এখন থেকেই ইনকামের টার্গেট নিয়ে এগিয়ে চলার প্রয়োজন। চিরসবুজ শ্যামলী ত্রিপুরায় অনেক কিছুর উৎস রয়েছে। যেখানটায় পর্যটন যেমন রয়েছে ঠিক তেমনি ভাবেই ভারতবর্ষের দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা।যেখানে এক লক্ষ মেট্রিকটন রাবার উৎপাদন হয় এবং কেরলে গিয়ে তার ভেলু এডিশন হয়। যার প্রাপ্তি মূল্য প্রায় ১৫শ কোটি টাকা।এছাড়াও ত্রিপুরা রাজ্যে ব্যাম্বু প্রজেক্ট,গ্যাস উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে অনেক ধরনের ইনকাম সোর্স রয়েছে বলে তিনি উল্লেখ করেন।ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলতে গিয়ে তিনি বলেন পরিশ্রমই হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। পৃথিবীর সকল সফল ব্যক্তিরা ধৈর্য এবং পরিশ্রমের মধ্য দিয়েই সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছুতে পেরেছেন।
78
next post