Home ত্রিপুরা রাতের অন্ধকারে চা বাগান ধ্বংস প্রতিবাদে রাস্তা অবরোধ শ্রমিকদের

রাতের অন্ধকারে চা বাগান ধ্বংস প্রতিবাদে রাস্তা অবরোধ শ্রমিকদের

by admin
0 comment 65 views

প্রতিনিধি কৈলাসহর:-কে বা কারা গতকাল গভীর রাতে চা বাগান ধ্বংস করে ফেলায় শনিবার সকাল থেকে কৈলাসহর থানার অধীনে জগন্নাথপুর চা বাগান এলাকায় পৃথক পৃথক দুটি স্থানে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে বাগান শ্রমিকরা।বাগান শ্রমিকদের অভিযোগ শুক্রবার গভীর রাতে জগন্নাথপুর চা বাগান এলাকায় ১ নং সেকশন,৬ নং সেকশন,১২ নং সেকশন ও ১৩ নং সেকশন এই চারটি সেকশনের চা পাতা গাছ কেটে ফেলে দুষ্কৃতীরা।শুধু তাই নয় বড় বড় গর্ত করে রাখে এই চারটি সেকশনের প্রবেশ মুখে।পাশাপাশি ১২ নং সেকশনে প্রবেশ করার মূল লোহার দরজাটি জেসিবির মাধ্যমে ভেঙে ফেলে দুষ্কৃতিকারীরা বলে বাগান শ্রমিকদের অভিযোগ। তবে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। যদিও কোন প্রশাসনে আধিকারিক ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়নি খবর লেখা অব্দি।বাগান শ্রমিকদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রশাসন দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেবে না ততক্ষণ পর্যন্ত ওরা পথ অবরোধ জারি রাখবে।এর আগেও জগন্নাথপুর চা বাগান এলাকায় চাপাতা গাছ দুষ্কৃতীকারীরা রাতের আধারে কেটে ফেলেছিল বলেও বাগান শ্রমিকরা জানায়,।এই বাগানে কৈলাসহর মহকুমার আরোও চারটি বাগানের শ্রমিকরা এসে কাজ করে বলে জানা যায়।শনিবার এই চারটি বাগানের শ্রমিকরাও জগন্নাথপুর চা বাগানের শ্রমিকদের সাথে পথ অবরোধে সামিল হয়।এ দিনের এই পথ অবরোধে শতশত বাগান শ্রমিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।এই পথ অবরোধ করার ফলে রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন ও পথচারীরা পথচারীরা।যার ফলে যানজটের সৃষ্টি হয়।

Related Post

Leave a Comment