ধর্মনগর প্রতিনিধি। নেশা বিরোধী অভিযানে আবার সাফল্য আসলো দাম ছড়া থানা এলাকায়। ২৫ কোটি টাকার হেরোইন পাওয়ার 48 ঘন্টার মধ্যে ২৬ কেজি ওজনের শুকনো গাজা উদ্ধার হয় দান ছাড়া থানা এলাকায়। জানা যায় নরেন্দ্রনগর থেকে দুই মহিলাকে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে গ্রেফতার করে। দুজন মহিলা একজন হল শালিনী দাস 27 বছর বাড়ি উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ এবং অপরজন হল আজমেরি বেগম বয়স ৩২ বছর বাড়ি বৈশালী বিহার। তাদের কাছ থেকে দশটি প্যাকেটে মোট ২৬ কেজি শুকনো গাজা উদ্ধার হয়। যেগুলি কালো বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা বলে পুলিশ জানিয়েছে। তাদেরকে গ্রেপ্তার করে ধর্মনগর মহিলা পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে কোর্টে পাঠানো হবে। তাদের একটি এনডিপিএস মামলা নথিভূক্ত করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। কারণ জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বহুমূল্যবান তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা।
100