119
- প্রতিনিধি, উদয়পুর :- আবারো দেশের মধ্যে ত্রিপুরার মেয়ে উদয়পুরের নাম গর্বিত করলো ক্ষুদে সংগীতশিল্পী পরিণীতা দেবনাথ । প্রতি বছরই সাংস্কৃতিক সংস্থান কেন্দ্র এবং প্রশিক্ষণ আয়োজিত শাস্ত্রীয় সংগীত, তবলা, লোকগীতি, শাস্ত্রীয় নৃত্য ইত্যাদির বিষয়ের উপর সর্বভারতীয় স্তরে পরীক্ষা হয় । এই বছরের ২০২৪ সালের ১২ই ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তার ফলাফল ঘোষণ হয় ১৩ই জুন বৃহস্পতিবার সন্ধ্যায় । অনেকটা প্রত্যাশিতভাবেই সমগ্র গোমতী জেলার মধ্যে একমাত্র শাস্ত্রীয় সংগীতে সর্বভারতীয় স্তরে ২০২৪ সালে এই বৃত্তি লাভ করে ক্ষুদে শিল্পী পরিণীতা দেবনাথ । শিল্পী পরিণীতা বরাবরই সঙ্গীতে গোমতী জেলা সহ আগরতলা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে ইতিমধ্যেই বহু পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তার ছোঁয়া রাখছে । সাংস্কৃতিক ঘরোয়া পরিবারের জন্ম নেওয়া পরীনিতার সংগীতে হাতে খড়ি এবং প্রাথমিক শিক্ষা মা সংগীতশিল্পী প্রিয়াঙ্কা ভৌমিকের হাত ধরে, বাবা বিশিষ্ট তবলা বাদক রামকৃষ্ণ দেবনাথ । বর্তমানে পরিনীতা রাজ্যের সঙ্গীত গুরু পদ্ম মৌলীশ্বর আদিত্যের কাছে শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছে । পরিনীতার সাথে কথা বললে, সে জানায় তার এই সাফল্যের পেছনে রাজ্যের বিশিষ্ট তবলা বাদক সুরজিৎ আচার্য্যের ভূমিকা রয়েছে অনেকটা । ক্ষুদে শিল্পী পরিনীতা দেবনাথ বর্তমানে উদয়পুর বিবেকানন্দ বিদ্যাপীঠে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত । তার এই সাফল্যে খুশি তার পরিবারসহ সমগ্র জেলাবাসী ।