বনদস্যদের হাত থেকে কোনভাবেই রক্ষা পাচ্ছে না বনজ সম্পদ। প্রতিনিয়ত রাতের আঁধারে বনদুস্যরা বনের বিশাল আকার গাছ কেটে কাঠ তৈরি করে অবৈধভাবে বাজারে বিক্রি করে মোটা অর্থ হাতিয়ে নিচ্ছেন। এদিকে এই বনদুস্যদের প্রতিনিয়ত গ্রেপ্তার করতে চড়িলাম বনদপ্তরে কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন। বনদপ্তরে কর্মীরা বনজ সম্পদ রক্ষাকরতে প্রতিনিয়ত এই বনদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। বনদস্যুরা বনের গাছ কেটে কাঠ তৈরি করে চোরাই পথে বিক্রি করার পথে বৃহস্পতিবার রাতে বিশালগড় চন্দ্রনগর টিলা এলাকার পরিত্যক্ত জায়গা থেকে ২০ ফুট চোরাই কাঠ উদ্ধার করেন। বনকর্মীদের আসার আগাম খবর পেয়ে বনদুস্যরা ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে সমস্ত অবৈধ চোড়াই কাঠগুলি উদ্ধার করে চড়িলাম বনদপ্তর অফিসে নিয়ে আসেন বনকর্মীরা। এদিনের এই অভিযানে ছিলেন জম্পুইজলা ফরেস্ট প্রটেকশন ইউনিট ইনচার্জ তাপস দেবনাথ সহ বনঃকর্মীরা। বৃহস্পতিবার দুইটাই গাড়ি থেকে সমস্ত কাঠ নামিয়ে চড়িলাম বনদপ্তর অফিসে রাখেন বনকর্মীরা পাশাপাশি বনদুস্যদের বিরুদ্ধে অভিযান নিয়ে বিস্তারিত জানান চড়িলাম বনদপ্তর অফিসে JFPU ইনচার্জ তাপস দেবনাথ। বনদুষ্যদের বিরুদ্ধে প্রতিনিয়ত বন কর্মীদের অভিযান জারি থাকবে বলে জানান।
92
previous post