Home ত্রিপুরা গন্ডাছড়ার মেয়ে বাংলাদেশে

গন্ডাছড়ার মেয়ে বাংলাদেশে

by admin
0 comment 89 views
  •  প্রতিনিধি,গন্ডাছড়া ১২ জুন: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার দলপতি ভিলেজের কৃষ্ণচন্দ্র পাড়ার জনজাতি নাবালিকা এক মেয়েকে বলপূর্বক ভাবে বাংলাদেশে নিয়ে যায় এক মুসলিম যুবক। বুধবার নাবালিকার বাবা কানাইয়া ত্রিপুরা গন্ডাছড়া থানায় অভিযুক্ত যুবক মোহাম্মদ আলা মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে তিনি উল্লেখ করেছেন আলা মিয়াকে তিনি চিনেন না। লোকের মুখে শুনেছেন সে একজন বাংলাদেশী। গত কিছুদিন যাবত ধরে ত্রিপুরা রাজ্যের আমবাসায় সে রাজমিস্ত্রি কাজ করতেন। গত জুন মাসের ১০ তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ তার বাড়ি সংলগ্ন এলাকা থেকে তার মেয়েকে বলপূর্বক ভাবে আলা মিয়া তুলে নিয়ে যায়। এরপর তিনি অনেক খোঁজাখুঁজি করেও তার মেয়ের কোন সন্ধান পাননি। এরেই মধ্যে গতকাল রাত্রি প্রায় সাড়ে নয়টা নাগাদ তার মেয়ের মোবাইল থেকে একটি ফোন আসে। তখন মেয়েটি শুধু জানান যে তারা বাংলাদেশ পুলিশের হাতে আটক রয়েছে। আর কোন কিছুই বলেনি, এরপর থেকে তার মেয়ের মোবাইল ফোনটি বন্ধ হয়ে আছে। এমতাবস্থায় কানাইয়া ত্রিপুরা তার নাবালিকা মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অপরাধীকে আইনের আওতায় আনার পাশাপাশি তার মেয়েকে তার কাছে ফেরত দেওয়ার জন্য ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছে বিশেষ ভাবে আবেদন জানান।

Related Post

Leave a Comment