Home » মুঙ্গিয়াকামী থানা এলাকার নেশা কারবারি ও বনদস্যু গান্ধী আটক

মুঙ্গিয়াকামী থানা এলাকার নেশা কারবারি ও বনদস্যু গান্ধী আটক

by admin

 প্রতিনিধি তেলিয়ামুড়া : –  মুঙ্গিয়া কামি থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে অবৈধ নেশা সামগ্রী ফেনসিডিল, গাঁজা সহ আটক করা হয়েছে তিনজন ‘কে। আটক তিন জনের মধ্যে রয়েছে মুঙ্গিয়াকামি এলাকার মাদক মাফিয়া, বনদস্যু সঞ্জয় গান্ধী দেববর্মা ওরফে গান্ধী। মহাকুমা পুলিশ আধিকারিক সুধাম্বিকা আর বক্তব্য হচ্ছে ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত এন.ডি.পি.এস ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি এলাকার তথাকথিত মাদক মাফিয়া সঞ্জয় গান্ধী দেববর্মার গোপন ডেরায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ অবৈধ এই বিপুল পরিমাণ ১২,০১৮ বোতল ফেনসিডিল সহ ৪ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়েছে এবং এর পাশাপাশি গাঁজা প্যাকেটিং করতে ব্যবহৃত বিভিন্ন মেশিনও উদ্ধার করা গেছে বলে পুলিশের দাবি। আটককৃত এই অবৈধ নেশা সামগ্রী গুলির বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও তদন্তের সাপেক্ষে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে আটককৃতদের নাম পরিচয় এবং ছবি প্রকাশ করেনি পুলিশ। যেভাবে দিনের পর দিন রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা সহ অবৈধ নেশা সামগ্রী আটকের ঘটনাগুলো সামনে আসছে, তা নিশ্চিতভাবে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে চলেছে। ধৃত মাদক মাফিয়াদের মুঙ্গিয়াকামি থানাতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এখানে প্রসঙ্গত উল্লেখ্য, ধৃতদের মধ্যে গান্ধী মুঙ্গিয়াকামি ও আঠারোমুড়া এলাকাতে নানান অপকর্মের সাথে জড়িত রয়েছে। ইতিপূর্বেও মুঙিয়াকামি ও তার আশপাশ এলাকাতে বনজ সম্পদ পাচারের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া ও গান্ধীর বিরুদ্ধে মুঙ্গিয়াকামী ও তার আশপাশ এলাকাতে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ অংশের মানুষদের বিভিন্ন সময়ে ভয়- প্রদর্শনের অভিযোগও রয়েছে। প্রতিবারই রাজনৈতিক ক্ষমতাকে পুঁজি করে গান্ধী সব অভিযোগ থেকে রেহাই পেয়ে যেত বলেও অভিযোগ। আজ গান্ধীর ডেরা থেকে নেশা সামগ্রী উদ্ধার এবং আটক হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। স্থানীয় মানুষদের পুলিশের কাছে দাবি এবার যেন গান্ধীর বিরুদ্ধে সঠিক তদন্ত করে শাস্তির ব্যবস্থা করে।

You may also like

Leave a Comment