প্রতিনিধি কৈলাসহর:- প্রত্ম শহর কৈলাসহরের বুকে গত পাঁচ জুন ঘটে যাওয়া মূর্তি ভাঙার ঘটনায় শুধু কৈলাসহর বা সমগ্র ত্রিপুরায় নয় পার্শবর্তী দেশ বাংলাদেশের কবি বুদ্ধিজীবীদের মধ্যেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
গত পাঁচ জুন রাতের অন্ধকারে কাঁজিরগাও স্থিত তেমাথার মোড়ে অবস্থিত রাজ্যের সনামধন্য কবি হিমাদ্রি দেবের আবক্ষ মূর্তি দুষ্ককৃতিকারীরা ভেঙে দেয়। ২০১১ সালেও একবার কবির মূর্তির মুখ বিকৃত করে দেয় কিছু সমাজদ্রোহী।সংস্কার ভারতীর মূল ধারা হচ্ছে শিল্প-সংস্কৃতি নিয়ে কাজ করা।সর্বভারতীয় সংগঠন সংস্কার ভারতীর ত্রিপুরা প্রান্ত এবং ঊনকোটি জেল সমিতি এই দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র নিন্দা জানায় এবং প্রশাসনের কাছে দোষীদের শাস্তি বিধানের আর্জি জানিয়েছে। গতকাল সকাল ৮ ঘটিকায় সংস্কার ভারতী ঊনকোটি জেলা সংগঠনের সম্পাদক জয়ন্ত দেব,সহ-সম্পাদক বিশ্বম্ভর মজুমদার সহ সকল সদস্যরা কবির মূর্তির ভগ্ন অবস্থা পরিদর্শন করেন।এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঊনকোটি জেলার সহ-সম্পাদক বিশ্বম্ভর মজুমদার বিবৃতি দিয়েছেন।তিনি জানান সংস্কার ভারতী এই ঘটনাটিকে সংস্কৃতির উপরে আঘাত হিসেবে বিবেচনা করছে।একটি দুষ্টচক্র বহুদিন ধরেই কৈলাসহরের সামাজিক সাংস্কৃতিক পরিমন্ডলকে কূলষিত করতে সচেষ্ট।তিনি শহরের সংস্কৃতি প্রিয় সকল মানুষের কাছে আবেদন করেন যে,কোন প্রকার প্ররোচনায় যাতে প্রতিক্রিয়া ব্যক্ত না করেন এবং পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের দুষ্কর্ম কেউ করতে না পারে সে বিষয়ে যেন সবার সজাগ দৃষ্টি থাকে এই আহবান করেন।সেই সাথে প্রশাসনের কাছে এই অপরাধের সাথে জড়িত সকলের শান্তি দাবি করেন। পাশাপাশি এই প্রতিবাদ কর্মসূচীতে সংস্কার ভারতীর সাথে অংশ নিয়েছেন ভাইস চেয়ারম্যান নীতিশ দে।তিনিও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
কবির মূর্তি ভাঙ্গায় সংস্কার ভারতীর প্রতিবাদ
172