প্রতিনিধি, বিশালগড় , ৩ জুন।। তিন গরু চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন জনতা। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বিশালগড় থানাধীন ধনছড়ি এলাকায়। জানা যায়, রবিবার রাতে ধনছড়ি এলাকার গৃহস্থ্য সত্য রঞ্জন দাসের গোয়াল ঘর থেকে একটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় চোরের দল ।
গবাদিপশুর চুরির ঘটনার ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। স্থানীয় এক ব্যক্তি জানান রবিবার গভীর রাতে বিশাল দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, আরিয়ান দেববর্মা নামে তিন কুখ্যাত চোর এলাকায় রাতের বেলায় ঘোরাঘুরি করছিলেন। এমনকি এলাকার কোন এক ব্যক্তিকে দেখতে পেয়ে এই তিন কুখ্যাত চোর পালিয়ে যায়। তাই সন্দেহমূলক ভাবে সোমবার দুপুরে এলাকাবাসী এই তিন কুখ্যাত চোরকে আটক করে এবং উত্তম মাধ্যম দেয়। এলাকাবাসীর গণপ্রহারে তিন কুখ্যাত চোর চুরির ঘটনা স্বীকার করেন। তারপর এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায়। বিশালগড় থানার সেকেন্ড ওসি কপিল পাল সহ টি এস আর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আটককৃত তিন যুবককে থানায় নিয়ে যান।
জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় গরু চোরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত গৃহস্থের গোয়ালে হানা দিচ্ছে চোরের দল। আর্থিক ক্ষতির শিকার হচ্ছে পশু পালকরা। চোর চক্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ। চাইছে স্থানীয় জনতা।
বিশালগড়ে গরু চোর আটক করে পুলিশে দিলো জনতা
118
previous post