Home » ১ লক্ষ ১৭ হাজার টাকা ডাকাত দল নিয়ে গেল, ছেড়ে গেল গৃহবধূ শবনম বেগমকে।

১ লক্ষ ১৭ হাজার টাকা ডাকাত দল নিয়ে গেল, ছেড়ে গেল গৃহবধূ শবনম বেগমকে।

by admin

ধর্মনগর প্রতিনিধি। ফের ঘটল ধর্মনগরে ডাকাতির ঘটনা। ইয়াকুবনগর এর 5 নং ওয়ার্ডের ঘটনা। বাড়ির মালিকের নাম ইলিয়াস আলী ৭০ বছর এবং যে আক্রান্ত তার নাম শবনম বেগম বয়স ত্রিশ বছর। গতকাল অর্থাৎ ভোররাতে আনুমানিক পৌনে তিনটায় তিন চার জন আসে এবং একজন ঘরে ঢুকে শবনম বেগমের গলায় দা ধরে। শবনম বেগম জানাই তার দুটি সন্তান রয়েছে। বিনিময়ে তারা যা ইচ্ছা লুট করে নিয়ে যায় এবং শবনম কে ছেড়ে দেয়। শবনম ছটফট করতে থাকে তার ঘর থেকে এক লক্ষ সতের হাজার টাকা একজোড়া সোনার দুল রুপোর চেইন এবং মোবাইল সেট নিয়ে যায়। যাবার সময় তাকে মারধর করে বলে অভিযোগ দায়ের করেছে। বাড়ির বাইরে দুইজন ছিল এবং প্রত্যেকেই অস্ত্রশস্ত্র নিয়ে উপস্থিত ছিল। শবনমের দেওর কক্ষে প্রবেশ করার পর ডাকাত দল তাদের নগদ টাকা এবং অলংকার নিয়ে পালায় বলে অভিযুক্তরা জানিয়েছেন। পুলিশ ঘটনা উড়ন্ত করছে এবং অতিসত্বর এই ডাকাতির পান্ডারা ধরা পড়বে বলে আশঙ্কা জ্ঞাপন করেছে।

You may also like

Leave a Comment