ধর্মনগর প্রতিনিধি, মানসিক ভারসাম্যহীন ছেলেকে গ্রাম্য ওঝার কাছে চিকিৎসা করাতে এসে ওঝার জল পড়ায় নিখোঁজ ছেলে।থানায় নিখোঁজের মামলা পিতার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বিষ্ণুপুর গ্রামে।ঘটনার বিবরণে জানা গেছে,দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা দিলীপ পালের চব্বিশ বর্ষীয়া ছেলে বিপ্লব পাল দীর্ঘদিন যাবৎ ব্রেইনের সমস্যায় আক্রান্ত।অনেক ডাক্তারের চিকিৎসা করিয়েও কোন লাভ হয়নি। অবশেষে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বিষ্ণুপুর গ্রামের ছয় নং ওয়ার্ডের এক ওঝা মানকি ভট্টের সন্ধান পান দিলীপ।তখন অসুস্থ ছেলেকে নিয়ে গত মঙ্গলবার (৭মে) বিকেলে উত্তর জেলায় আসেন দিলীপ বাবু। পরদিন সকাল দশটার দিকে মানিক ওঝার বাড়িতে যান ছেলের চিকিৎসা করাতে।তখন ওঝা বাড়িতেই ছিলেন।ওঝার কাছে ছেলের সকল সমস্যা বললে ওঝা চিকিৎসা করতে আগ্রহ প্রকাশ করলে শুরু হয় তন্ত্র মন্ত্র।একটা সময় মানসিক ভারসাম্যহীন বিপ্লবকে জল পড়া দেওয়া মাত্রই ওঝার বাড়ি থেকে দৌড়ে কোথাও চলে যায় সে।তখন বিপ্লবের পিতা আতঙ্কিত হয়ে পড়লে ওঝা জানায়,তার ছেলে ঘটনাস্থলে ফিরে আসবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও ছেলে আর ফিরে আসে নি।অবশেষে এদিন সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন ছেলেকে ফিরে পেতে কদমতলা থানায় নিখোঁজ মামলা করেন পিতা। লিখিত অভিযোগ পেয়ে কদমতলা থানার পুলিশ ৩১ নম্বরের একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।যদিও সংবাদ লেখা পর্যন্ত মানসিক ভারসাম্যহীন যুবকের কোন সন্ধান পায়নি পুলিশ।
গ্রাম্য ওঝার জল পড়ায় নিখোঁজ মানসিক ভারসাম্যহীন এক যুবক,থানায় নিখোঁজের মামলা
by admin
written by admin
163