Home » নির্বাচনের প্রাকমুহুর্তে নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করলো মনপাথর ফাঁড়ী থানার পুলিশ।

নির্বাচনের প্রাকমুহুর্তে নেশাবিরোধী অভিযানে সাফল্য অর্জন করলো মনপাথর ফাঁড়ী থানার পুলিশ।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি: সততা ও নিষ্ঠার সহিত প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস। মনপাথর ফাঁড়ী থানার অধীনে অপরাধমূলক কাজদমনে প্রতিনিয়ত সক্রিয় ভূমিকা পালন করছে ওসি জয়ন্ত দাস। ওসি জয়ন্তদাস নিজ কর্তব্য পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচীও করেযাচ্ছে। লোকজনের কোনোপ্রকার অসুবিধার কথা জানতে পারলে তিনি নিজ সাধ্যমতো সাহায্যের হাত বারিয়েদেন। রাজ্যসরকার চাইছে নেশামুক্ত ত্রিপুরা গঠনকরতে। রাজ্যসরকারের উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজকরেযাচ্ছে ওসি জয়ন্ত দাস। বর্তমানসময়ে নির্বাচনী বিভিন্ন কাজে দিবারাত্র নিজ দায়িত্ব পালন করেযাচ্ছে ওসি । নির্বাচনের দায়িত্ব পালনের পাশাপাশি গোপন খবরের ভিত্তিতে রাজাপুর বাজারে অভিযান চালায় ওসি । ওসির নেতৃত্বে এই অভিযানে বিভিন্ন প্রকারের ৬০ বোতল বিলেতি মদ সহ একজন নেশাকারবারীকে আটক করাহয়। অভিযুক্তের বিরুদ্ধে হাতে একটি মামলা নিলো মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। জানাযায় ওসির এইধরনের অভিযান প্রতিনিয়ত জারীথাকবে। ওসি জয়ন্তদাসের এইধরনের অভিযানের সাধুবাদ জানিয়েছেন শান্তির বাজারের লোকজনেরা।

You may also like

Leave a Comment