প্রতিনিধি, গন্ডাছড়া :- রাতের অন্ধকারে কৃষি জমিতে দুষ্কৃতিকারীদের তাণ্ডব। ঘটনা ধলাই জেলার প্রত্যন্ত গন্ডাছড়া মহকুমার রানি পুকুর সূর্যকান্ত পাড়া। ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সূর্যকান্ত পাড়ার বাসিন্দা কৃষক রতন রায়ের কৃষি জমিতে রাতের অন্ধকারে কে বা কাহারা তার লতসীম এবং ঝিঙ্গা ক্ষেতে ধ্বংসলীলা চালিয়ে প্রায় ৪০০ গাছের মূল কেটে দেয়। আজ সকালে পার্শ্ববর্তী এক কৃষক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে রতন রায়কে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে কৃষক রতন রায় জমিতে ছুটে এসে দেখেন তার ফসলের সবকটি গাছের মূল কাটা। এই দৃশ্য দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। এরই মাঝে খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়। পুলিশ ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করে। এ বিষয়ে কৃষক রতন রায় জানান এ ঘটনায় উনার প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়। তিনি এও জানান কৃষি কাজের উপর নির্ভর করে তার সংসার প্রতিপালন হয়। এমতাবস্থায় বর্তমানে তিনি একপ্রকার অসহায় হয়ে পড়েছেন। কি করে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করবেন, কিভাবেইবা তার সংসার চলবে তা ভেবে পাচ্ছেন না। তার আশা ছিল ঝিঙ্গা বিক্রি করে চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ পরিবার-পরিজনদের নিয়ে সুন্দর ভাবে কাটাবেন। কিন্তু এই ঘটনায় তার সব কিছুই শেষ। এমতাবস্থায় একপ্রকার অসহায় হয়ে তিনি কৃষি তত্ত্বাবধায়কের দৃষ্টি আকর্ষণ করে বলেন তার এই কঠিন সময়ে দপ্তর যেন তার পাশে হাত বাড়িয়ে দেন,যাতে করে তিনি পুনরায় কৃষি কাজ করতে পারেন। এখন দেখার কৃষি দপ্তর অসহায় রতন রায়ের পাশে দাঁড়ায় কিনা তার দিকে তাকিয়ে আছেন গোটা পরিবার।
106