Home » নেশা বিরোধী অভিযানে বড় ধরনের সফলতা।

নেশা বিরোধী অভিযানে বড় ধরনের সফলতা।

by admin

তেলিয়ামুড়া। ৩০শে অক্টোবর।নেশা বিরোধী অভিযানে আজ তেলিয়ামুড়ায় বড় ধরনের সফলতা পেলো নিরাপত্তা রক্ষীরা। আজ দুপুরে তেলিয়ামুড়া থানা এলাকার বড়মুড়া পাহাড়ে জাতীয় সড়কে গোপন সংবাদের সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ডি আর আই এবং আসাম রাইফেলের ২৮ ব্যাটেলিয়ান যৌথভাবে টি আর ০১ বি পি ০ ৬৬৩ নাম্বারের মারুতি ওয়াগনর গাড়ি থেকে 18 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, এবং সেই সাথে গাড়িতে থাকা উত্তম দাস এবং রাজীব দাস নামে আগরতলার দুই যুবককে আটক করে। গোটা বিষয় নিয়ে আসাম রাইফেল কিংবা ডিআরআই কর্তৃপক্ষের তরফ থেকে সুস্পষ্টভাবে কিছু না বলা হলেও দাবি করা হয়েছে গৌহাটি থেকে বিশেষ অভিযান সংঘটিত করার মাধ্যমে এই সফলতা এসেছে। নিশ্চিতভাবে রাজ্যের গোয়েন্দা শাখা কিংবা পুলিশ এবং রাজ্যের চোরাই বাড়ি থেকে শুরু করে পুলিশের বিভিন্ন নাকা পয়েন্ট বা থানাগুলোকে অতিক্রম করে এই বিশাল নেশা সামগ্রী সহ কিভাবে একটা গাড়ি বড়মুরা পর্যন্ত পৌঁছতে পারল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে।

You may also like

Leave a Comment