67
- প্রতিনিধি, বিশালগড়, ৩০ অক্টোবর।। গোলাঘাটিতে অনুষ্ঠিত হয় বিজেপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। বুধবার গোলাঘাটি বিধানসভার গোপিনগর কমিউনিটি হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস, বিধায়ক তথা যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব, জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা প্রমুখ নেতৃবৃন্দ। মন্ডল, শক্তি কেন্দ্র এবং বুথ স্তরের কার্যকর্তা সহ জনপ্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। সাংসদ বিপ্লব কুমার দেব ভাষনে বলেন ত্রিপুরার বিজেপির কার্যকর্তারা রেকর্ড গড়তে জানে। ২০১৮ সালে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপির কার্যকর্তারা। তিনি বলেন সদস্যতা অভিযানেও এগিয়ে রয়েছে ত্রিপুরা। এবারের সদস্যতা অভিযান পূর্বের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের অংশীদার হতে চাইছে দেশের সকল অংশের মানুষ। ত্রিপুরা রাজ্য বিভিন্ন শ্রেণী পেশার সঙ্গে যুক্ত মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছে। মানুষকে সংগঠিত করে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার সংকল্প বাস্তবায়নে সকল কার্যকর্তাদের সদস্যতা অভিযান সফল করার অভিযানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। শেষে বেশ কয়েকজন প্রবীণ নাগরিকদের নিজ হাতে সদস্যতা প্রদান করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস বলেন সংগঠন পর্ব সদস্যতা অভিযান রাজ্যজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে চলছে। মুখ্যমন্ত্রী সহ সকল স্তরের কার্যকর্তা এই অভিযানে অংশ নিয়েছে। যুব মোর্চার প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বলেন রাজ্যের নবপ্রজন্ম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে রয়েছে। বৈভবশালী ভারত গড়ার সংকল্প পূরণে অংশীদার হতে যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করছে।