Home » হেলাল উদ্দিন নামে এক কুখ্যাত নেশা কারবাড়ি সহ ২ কেইস ব্রাউন সুগার সহ বাইক আটক।

হেলাল উদ্দিন নামে এক কুখ্যাত নেশা কারবাড়ি সহ ২ কেইস ব্রাউন সুগার সহ বাইক আটক।

by admin

ধর্মনগর প্রতিনিধি ।। আবারো নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানা পুলিশ। ঘটনা বিবরণে প্রকাশ উত্তর জেলার পুলিশ সুপারের সাদা পোশাকে স্পেশাল টিম এর কাছে গোপন সূত্রে খবর আসে যে ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের বাসিন্দা বাবুল মিহার ছেলে হেলাল উদ্দিন টি আর০২ সি ৭৩ ৮৩ পালসার বাইকে করে হেলাল উদ্দিন ব্রাউন সুগার নিয়ে যাচ্ছে সেই খবরের ভিত্তিতে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ্ চক্রবর্তী সাদা পোশাকের স্পেশাল দল সংশ্লিষ্ট এলাকায় উৎপেতে বসে থাকে ।সেই অভিযানে ধর্মনগর থানার পুলিশ ও সেই এলাকায় ওৎ পেতে বসে রয়েছিল জেলা পুলিশ সুপারের সাদা পোশাকের স্পেশাল দলের সাথে । বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ হেলাল উদ্দিন সহ বাইকটিকে আটক করে ধর্মনগর থানার পুলিশ এবং তার কাছে তল্লাশি চালিয়ে বাইকের সিটের নিচ থেকে সাবানের কেইসে দুই কেইস ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে হেলাল উদ্দিন এর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে জানা যায় হেলাল উদ্দিন নাকি দীর্ঘদিন ধরে ভাগ্যপুর পাঁচ নং ওয়ার্ড সহ আশপাশ এলাকায় নেশার দ্রব্য ব্রাউন সুগারের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। কেউ বাধা দিলে তাকে প্রাণে মারার হুমকিও দিয়েছে বলে জানা গেছে। এক কথায় সে নেশার সম্রাজ্যের বাদশা হয়ে দাঁড়িয়েছিল সংশ্লিষ্ট এলাকায়। পুলিশ তাকে গ্রেপ্তার করার পর স্থানীয় এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জানা গেছে। এলাকার যুব সমাজকে ধ্বংস করে সে তার অট্টালিকা সম্পত্তি বানানো ছিল তার মূল লক্ষ্য । পাশাপাশি লোকমুখে জানাযায় যে সে নাকি সব সময় বলে বেড়াতো যে তাকে ধরার মতন এমন কোন এখনো পুলিশ জন্মায়নি। বিখ্যাত মরণবেদী যুবসমাজ ধ্বংসকারী নেশা দ্রব্য ব্যবসায়ী হেলাল উদ্দিনকে। এবার হেলাল উদ্দিন কে গ্রেফতার করে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নজির সৃষ্টি করেছেন ধর্মনগরের সহ ভাগ্যপুর গ্রামের মানুষ, জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশ সুপারের সাদা পোশাকের স্পেশাল দল এবং ধর্মনগর থানা কে সাধুবাদ জানাচ্ছেন সাধারণ ধর্মনগরবাসিরা।

You may also like

Leave a Comment