Home অপরাধ চুরি হওয়ার টমটম উদ্ধার গান্ধীগ্রামে

চুরি হওয়ার টমটম উদ্ধার গান্ধীগ্রামে

by admin
0 comment 123 views

 প্রতিনিধি মোহনপুর:-রাতের আঁধারে লিচু বাগানের ঘোষপাড়া থেকে চুরি হওয়ার কেশব গোপের টমটম উদ্ধার হল গান্ধীগ্রামের রামঠাকুর সংঘের বিওসি সংলগ্ন এলাকা থেকে। শুক্রবার ভোর রাতে চুরি হয়েছিল টিআর ০১ইআর ১২৭৪ নাম্বারে এই টমটম। টমটম মালিক কেশব গোপ জানান রাতের আঁধারে বাড়ির সামনে থেকে টমটম চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়েছিল দুই চোর। এই বিষয়ে এনসিসি থানাতে অভিযোগ করা হয়। পরবর্তী সময়ে রামঠাকুর সংঘ এলাকার বিওসির সামনে থেকে উদ্ধার হয়েছে এই টমটম। ইতিমধ্যেই সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে এই চুরি কান্ডের সাথে জড়িত অভিযুক্তের ছবি।টম টম মালিকের দাবি এই ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক পুলিশ।

Related Post

Leave a Comment